CFL: কাস্টমসের হয়ে খেলবেন মোহনবাগানের বিরুদ্ধে গোল করা আভাস

কলকাতা ফুটবল লিগের (CFL) তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ক্লাবে ক্লাবে চলছে প্রস্তুতি। দল গঠনের কাজ চালাচ্ছেন কর্তারা। দল বদল করছেন বহু ফুটবলার। আসন্ন কলকাতা ফুটবল…

abhas kundu joins cfl team calcutta customs

কলকাতা ফুটবল লিগের (CFL) তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ক্লাবে ক্লাবে চলছে প্রস্তুতি। দল গঠনের কাজ চালাচ্ছেন কর্তারা। দল বদল করছেন বহু ফুটবলার। আসন্ন কলকাতা ফুটবল লিগে ক্যালকাটা কাস্টমসের হয়ে খেলবেন আভাস কুন্ডু।

   

গতবারের কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের বিরুদ্ধে গোল করে নজর কেড়েছিলেন আভাস কুন্ডু। মোহনবাগানের মাঠে গোল করেছিলেন তিনি। সবুজ মেরুন সমর্থক ঠাসা মাঠে গোল করা সহজ কথা নয়। তার মধ্যেও সুন্দর গোল করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি।

গতবারের CFL-এ ৬ গোল করা অচিন্ত্য এবার খেলবেন পুলিশের হয়ে

ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের হয়ে খেলেছিলেন আভাস কুন্ডু। এবার খেলবেন ক্যালকাটা কাস্টমসের হয়ে। ইতিমধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। নতুন ক্লাবের জার্সিতে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন আভাস। দলের জন্য ভাল কিছু করে দেখাতে চাইছেন চুঁচুড়ার এই ফুটবলার।

চার বছর বয়সে ফুটবলে প্রথম পাঠ। বাবা-মায়ের সঙ্গে গিয়েছিলেন স্থানীয় মাঠে। পাড়ার মাঠ থেকে শুরু করেছিলেন ফুটবল খেলা। পেয়ারাবাগানের মাঠের কথা আলাদাভাবে বলেন আভাস। নিজের ফুটবল প্রতিভার জোরে অনূর্ধ্ব ১৭ জাতীয় শিবিরে প্রবেশ করার মুখে ছিলেন তিনি। বাধ সেধেছিল সাসপেনশন। এরপর এই সুযোগ আর পাননি। কিছুটা কমেছিল মনোবল। বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল উত্তরপাড়া নেতাজী ব্রিগেড।

Sunil Chhetri: যুবভারতীতে দেওয়া হতে পারে সুনীল ছেত্রীর মুখোশ, রয়েছে একাধিক পরিকল্পনা

জাতীয় শিবিরে ডাক পাওয়ার পরেও খেলা হয়নি দেশের জার্সিতে। সেই আক্ষেপ ভুলে শুরু করেছিলেন নতুন করে পথ চলা। শেষ পর্যন্ত উত্তরপাড়া নেতাজী ব্রিগেডের সৌজন্যে খেলছেন কলকাতা ফুটবল লিগে। ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের পর এবার খেলবেন ক্যালকাটা কাস্টমসের হয়ে।