এফসি গোয়ার জার্সিতে প্রথম ছবি পোস্ট আব্দুল রাবীহর

গত কয়েক মরসুম ধরেই নানাবিধ সমস্যায় জর্জরিত ছিল হায়দরাবাদ এফসি। পরিস্থিতির উন্নতি করার পরিকল্পনা থাকলেও ট্রান্সফার ব্যানের মতো বিষয় গুলি আরো ব্যাকফুটে ঠেলে দিয়েছিল ম্যানেজমেন্টকে।…

Abdul Rabeeh Joins FC Goa: First Photo in Jersey Shared on Social Media

গত কয়েক মরসুম ধরেই নানাবিধ সমস্যায় জর্জরিত ছিল হায়দরাবাদ এফসি। পরিস্থিতির উন্নতি করার পরিকল্পনা থাকলেও ট্রান্সফার ব্যানের মতো বিষয় গুলি আরো ব্যাকফুটে ঠেলে দিয়েছিল ম্যানেজমেন্টকে। যারফলে দল ছেড়ে অন্যত্র যোগদান করতে শুরু করেছিল হেভিওয়েট ফুটবলাররা। যারফলে গত সিজনের আগেই বিদায় নিয়েছিল তাঁদের আইএসএল জয়ী কোচ। মানোলো মার্কুয়েজ। এই ডামাডোল পরিস্থিতির মধ্যে ও দেশীয় ব্রিগেডের পাশাপাশি শেষ মুহূর্তে বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করেছিল ম্যানেজমেন্ট। যদিও খুব একটা ভালো পারফরম্যান্স করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে।

কিন্তু একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন আব্দুল রাবীহ। স্বাভাবিকভাবেই পরবর্তীতে তাঁকে নিতে আসরে নেমেছিল একাধিক ফুটবল ক্লাব। একটা সময় তাঁকে দলে নিতে অনেকটাই এগিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। তবে পরবর্তীতে আর সেটা বজায় থাকেনি। গতকাল সকলকে চমকে দিয়ে তাঁর যোগদানের কথা ঘোষণা করে দেয় মানোলো মার্কুয়েজের এফসি গোয়া (FC Goa)। সেক্ষেত্রে নিজেদের সোশ্যাল সাইট থেকে একটি ভিডিও আপলোডের মধ্য দিয়ে তাঁর যোগদানের কথা জানায় গতবারের সুপার কাপ জয়ীরা।

   

যেটা সহজেই নজর কেড়েছে সকলের‌। এবার এই নয়া সিজনে সুপার কাপের পাশাপাশি দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ও নিজেকে মেলে ধরতে চাইবেন আব্দুল। নিজের চেনা ছন্দ আদৌও কতটা বজায় রাখতে পারেন এখন সেটাই দেখার বিষয়। কিন্তু তাঁর আগেই চলতি সেপ্টেম্বর মাসের সতেরো তারিখে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের ম্যাচ খেলতে নামবে বোরহা হেরেরা থেকে শুরু করে জাভিয়ের সিভেরিও টোরোরা। সেখানেও ভালো পারফরম্যান্স করতে চাইবেন তিনি। সেইমতো দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন ও শুরু করে দিয়েছেন তিনি।

গোয়ার জার্সিতে ছবি পোস্ট করে নিজের সোশ্যাল সাইটে তিনি লেখেন, ” নতুন রঙ, নতুন শুরু! এখানে আসতে পেরে উত্তেজিত (আমার মনে হয় আমার হাসি সব বলে দিচ্ছে) আমার সর্বস্ব বিলিয়ে দিতে আমি প্রস্তুত।চলো এগিয়ে যাই।”

Advertisements

গত কয়েকদিন আগেই ডুরান্ড কাপ থেকে নাম তুলেছে নিজামের শহরের এই ফুটবল ক্লাব। পরিবর্তে আইলিগের কোনও দলকে দেখা যেতে পারে এবারের এই ফুটবল টুর্নামেন্টে। এমনকি আইএসএলে দল নামানো নিয়ে ও দেখা দিয়েছে অনিশ্চয়তা। যার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে অর্থনৈতিক সমস্যা। এই পরিস্থিতিতে দলের একাধিক ফুটবলারদের রিলিজ করেছে দিয়েছে হায়দরাবাদ এফসি‌।

এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আব্দুল রাবীহর নাম। বছর তিনেক আগে কেরালার লুকা ফুটবল ক্লাব থেকে হায়দরাবাদ এফসিতে যোগদান করেছিলেন এই তরুণ মিডফিল্ডার। তারপর থেকেই খেলে আসছেন এই দলের জার্সিতে। হিসাব অনুযায়ী আগামী ২০২৬ পর্যন্ত চুক্তি থাকলেও সেটি ভঙ্গ করে অন্যত্র যেতে চান আব্দুল। এক্ষেত্রে বড় ট্রান্সফার ফি নির্ধারণ করেছে ম্যানেজমেন্ট।

যতদূর খবর, এই ফুটবলারকে দলে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট আগ্ৰহী মানোলো মার্কেজের এফসি গোয়া। কিন্তু এক্ষেত্রে ট্রান্সফার ফি নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।