ক্রিকেটার নয়, এবার অন্য ভূমিকায় আরসিবিতে আসছেন ‘মিস্টার ৩৬০’?

ক্রিকেটপ্রেমীদের কাছে এক আবেগের নাম এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers)। আর সেই নামই আবার ফিরে আসতে চলেছে আইপিএলের (IPL) মঞ্চে? ক্রিকেট থেকে অবসর নিয়েছেন…

AB de Villiers like to comeback in RCB ahead of IPL 2026 as Coach or Mentor

ক্রিকেটপ্রেমীদের কাছে এক আবেগের নাম এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers)। আর সেই নামই আবার ফিরে আসতে চলেছে আইপিএলের (IPL) মঞ্চে? ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০২১ সালে। ব্যাট হাতে তাঁকে আর মাঠে দেখা যাবে না, তবু এবি ডি ভিলিয়ার্সকে ঘিরে উত্তেজনা আজও একফোঁটাও কমেনি। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সমর্থকদের কাছে তো এবি মানেই আবেগ, ভালোবাসা এবং ভরসার প্রতীক। আর সেই এবি ডি ভিলিয়ার্স এবার ফের আলোচনায়। গুঞ্জন চলছে ২০২৬ আইপিএলে তিনি ফিরতে পারেন আরসিবির কোচ বা মেন্টর হিসেবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এবি ডি ভিলিয়ার্স নিজেই জানিয়েছেন, তিনি আইপিএলে ফিরে আসার ব্যাপারে আগ্রহী। যদিও পুরো মরসুম জুড়ে পেশাদার দায়িত্ব সামলানো তাঁর পক্ষে সম্ভব নয় বলেই তিনি জানিয়েছেন। তবুও RCB যদি চায়, তাহলে তিনি কোচ অথবা মেন্টর হিসেবে দলের সঙ্গে যুক্ত হতে পারেন।

   

তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “আমার হৃদয় সবসময় আরসিবির সঙ্গে থাকবে। আমি এখনও সেই দলের প্রতি একান্তভাবে আবদ্ধ। যদি ফ্র্যাঞ্চাইজি মনে করে আমার জন্য কোনও ভূমিকা রয়েছে, আমি অবশ্যই প্রস্তুত।” আইপিএলের ইতিহাসে এবি ডি ভিলিয়ার্সের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলে অভিষেক, তারপর ২০১১ থেকে ২০২১ পর্যন্ত আরসিবির হয়ে মাঠ কাঁপিয়েছেন ‘Mr. 360’।

তিনি মোট ১৮৪টি আইপিএল ম্যাচে করেছেন ৫,১৬২ রান। যার মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৪০টি হাফসেঞ্চুরি। তাঁর গড় ৩৯.৭১ এবং স্ট্রাইক রেট ১৫১.৬৯, তাঁকে ইতিহাসের অন্যতম ভয়ংকর ও বিনোদনমূলক ব্যাটার করে তোলে।

Advertisements

২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁদের দুই কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলকে ফ্র্যাঞ্চাইজির ‘হল অব ফেম’ জায়গা দেয়। সেই সময়ই ডি ভিলিয়ার্সের জার্সি নম্বর ১৭ আনুষ্ঠানিকভাবে রিটায়ার করা হয়। এটা প্রমাণ করে, তাঁর অবদান ঠিক কতটা গভীরভাবে হৃদয়ে রেখেছে আরসিবি।

ডি ভিলিয়ার্সের ফেরার সম্ভাবনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। হাজার হাজার RCB ভক্ত এই খবরকে স্বাগত জানিয়েছেন। যদিও তিনি মাঠে নেমে আর ব্যাট হাতে ঝড় তুলবেন না, তবে ডাগআউটে তাঁর উপস্থিতি নিজেই এক অনুপ্রেরণা হয়ে উঠতে পারে দলের তরুণ খেলোয়াড়দের জন্য।

AB de Villiers like to comeback in RCB ahead of IPL 2026 as Coach or Mentor