Inspiring Story: সাধারণ একটা দোকানে কাজ করা ছেলে আটকাবেন মোহনবাগান-ইস্টবেঙ্গলকে

এবারের ঘরোয়া ফুটবল লিগ হতে চলেছে একটু অন্যরকম। এক ঝাঁক নতুন ছেলে উঠে আসতে পারেন ফুটবল আঙিনায়। সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিতে তৈরি বাটানগরের…

goalkeeper sumit haldar has inspiring life story

এবারের ঘরোয়া ফুটবল লিগ হতে চলেছে একটু অন্যরকম। এক ঝাঁক নতুন ছেলে উঠে আসতে পারেন ফুটবল আঙিনায়। সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিতে তৈরি বাটানগরের সুমিত হালদার (sumit haldar)।

কলকাতা লিগে খেলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। স্কোয়াডে যেমন তারকা ফুটবলাররা রয়েছেন, তেমনই দলে নেওয়া হয়েছে সুমিতের মতো উদীয়মানদের। তরুণ এই খেলোয়াড় একজন গোলরক্ষক। আগে দোকানে কাজ করতেন।

আর্থিকভাবে খুব স্বচ্ছল পরিবার থেকে সুমিত হালদার উঠে আসেননি। লেখাপড়া এবং ফুটবলের মধ্যে যে কোনো একটাকে গুরুত্ব দিতে হয়েছিল। ফুটবল মাঠকে বেছে নিয়েছিলেন তিনি। এখন আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনার কোচিংয়ে নিজের খেলাকে আরও উন্নত করছেন তিনি।

আগামী মরসুমে একাধিক প্রতিযোগিতায় ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবগুলোকে দল নামাতে হবে। সব ঠিক থাকলে ময়দানের দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গলকেও কলকাতা ফুটবল লিগে দেখা যেতে পারে। আর পাঁচজন বঙ্গ সন্তানের মতো সুমিতেরও কলকাতার কোনো বড় ক্লাবের জার্সি গায়ে তোলার ইচ্ছা রয়েছে। তাঁর ইচ্ছা পূরণ হবে কি না সেটা সময় বলবে। আপাতত কলকাতার প্রধানদের বিরুদ্ধে খেলার জন্য নিজেকে গুছিয়ে নিচ্ছেন তিনি। ধারাবাহিকভাবে ভালো খেললে বড় দলের কর্তাদের নজরে পড়লেও পড়তে পারেন।