ক্যালকাটা পোর্ট ট্রাস্টের বিরুদ্ধে অনায়াসে জয় পেয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC)। ৩-০ গোলে জয় পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। বিদেশি বিহীন ম্যাচে নজর কেড়েছেন একাধিক উঠতি ফুটবলার।
সোমবারের ম্যাচে গোল না করলেও আলাদাভাবে বলতে হয় আশীষ দেওয়ানের কথা। বৃষ্টি ভেজা মাঠে ভালো ফুটবল খেলেছেন তিনি। মূলত রক্ষণভাগের ফুটবলার। তবে দলের প্রয়োজনে ওপরের দিকে উঠে এসেছেন বারেবারে। আধুনিক ফুটবলে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
আধুনিক ফুটবলে নির্দিষ্ট পজিশনের বাইরে গিয়েও খেলতে হয় ফুটবলারদের। কিবু ভিকুনার কোচিংয়ে সেটার প্রতিফলন দেখা গিয়েছে। অল্প দিনের মধ্যে তরুণ ফুটবলারদের নিয়ে অনেকটা কাজ এগিয়ে রেখেছেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ।
আশীষ দেওয়ানের বল ট্র্যাপিং চোখে পড়েছে একাধিকবার। প্রতিপক্ষের ফুটবলার কাছাকাছি থাকার সময়েও তিনি দক্ষতার সঙ্গে বল নিজের দখলে রেখেছেন। বড় দলের বিরুদ্ধেও এরকম খেলতে পারলে দ্রুত ফুটবল প্রেমীদের নজরে পড়তে পারেন তিনি।