Delhi: মৃত্যুর ঋণ! ব্যাঙ্ক বাড়ি সিল করতে যাওয়ায় আত্মঘাতী বডি বিল্ডার

bodybuilder committed suicide

রাজধানী দিল্লিতে (Delhi) আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এক বডি বিল্ডার। আত্মহত্যাকারী বডি বিল্ডারের বয়স ৩৪ বছর। তিনি দিল্লির গোকুলপুর এলাকায় থাকতেন। আত্মহত্যার পর পরিবারের সদস্যরা জানান, ঋণের মামলা নিয়ে দীর্ঘদিন ধরে ব্যাংক ও পুলিশ তাকে হয়রানি করে আসছিল। ঋণের মামলায় নিজেকে আগুনে সঁপে দেন। পুলিশ ঘটনার ভিডিও বানাতে থাকে। কেউ তাকে বাঁচানোর চেষ্টা করেনি।

দিল্লির উত্তর-পূর্ব জেলার গোকুলপুরির বাসিন্দা কপিল রাজ ২০১৯ সালে AU Small Finance Bank থেকে ঋণ নিয়েছিলেন। ঋণের পরিমাণ ছিল প্রায় ১৮ লাখ টাকা। এই ঋণের ১৫ লাখ টাকাও তিনি পরিশোধ করেছিলেন। পরিবার জানিয়েছে, ব্যাঙ্ক ২১ লক্ষ টাকা সুদ নিয়েছে। এ কারণে তিনি মানসিক চাপে দিন কাটাচ্ছিলেন।

   

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আদালতের নির্দেশ ও পুলিশসহ ব্যাংক কর্মীরা তার বড় ভাইয়ের বাসায় পৌঁছেছিলেন। কপিল রাজ ও তার ভাইয়ের বাড়ি সামনের রাস্তার পেছনে। এ কারণে ব্যাংক কর্মীরা তার বড় ভাইয়ের বাড়িটিকে নিজের বাড়ি বলে মনে করতেন।

আত্মহত্যার আগে ফেসবুক লাইভ করেছিলেন
পরিবার জানিয়েছে, ব্যাঙ্কের কর্মীরা জোর করে তার ভাই অশোকের বাড়ি সিল করে দিয়েছে। এই উত্তেজনার জেরেই কপিল রাজ আত্মহত্যার আগে ফেসবুক লাইভ করেন এবং পরে আগুন ধরিয়ে দেন। ফেসবুক লাইভে তিনি তার মৃত্যুর জন্য ব্যাংক কর্মচারী ও পুলিশকে দায়ী করেন।
এ নিয়ে কপিলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি যখন নিজেকে আগুন ধরিয়েছিলেন, তখন পুলিশ পুরো ঘটনায় দর্শকের ভূমিকায় ছিল। কেউ তাকে বাঁচায়নি। পুলিশ তার আত্মহত্যার ভিডিও তৈরি করছে।

ব্যাংক কর্মচারীদের কঠোর শাস্তি দিতে হবে
ব্যাংক ঋণ নিয়ে এই আত্মহত্যার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের পাশাপাশি ব্যাঙ্কের কর্মচারী ও পুলিশকে নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার লোকজন। এই মানুষগুলোর কারণেই সে আত্মহত্যা করেছে। প্রশাসনের উচিত পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন