আইসিসি চেয়ারম্যান জয় শাহকে নিয়ে ফের বিতর্কে রশিদ লতিফ

বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাত্র কয়েক মাস বাকি। আর এরই মধ্যে নবনির্বাচিত আইসিসি চেয়ারম্যান জয় শাহকে (Jay Shah) নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন…

image-1200x628 (2)

বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাত্র কয়েক মাস বাকি। আর এরই মধ্যে নবনির্বাচিত আইসিসি চেয়ারম্যান জয় শাহকে (Jay Shah) নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ (Rashid Latif)। বিগত শুক্রবার (৩০শে আগস্ট) তিনি তার ইউটিউব চ্যানেলে বলেছেন: “পিসিবি কোনো কারণে শাহের নিয়োগের বিরোধিতা করেনি। আমি মনে করি একটি বোঝাপড়া আছে. যদি ভারতের দল আসে, তা হবে জয় শাহের প্রচেষ্টার কারণে এবং তাদের সরকারের সমর্থনের কারণে।” এছাড়াও তিনি শাহকে ‘কুটনীতিবিদ’ হিসাবেও কটাক্ষ করেন।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তানে। তবে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান ভ্রমণ করবে কি না তা নিয়ে অনেক জল্পনা চলছে। পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ খুব একটা ভাল যাচ্ছে না। এর সাথে রয়েছে অতীতে পাকিস্তানের মাটিতে আয়োজিত ক্রিকেট ম্যাচে খেলোয়াড়দের উপর জঙ্গি আক্রমণের কুৎসিত ঘটনা। সবমিলিয়ে এসব ঘটনাকে সামনে রেখেই নবনির্বাচিত আইসিসি চেয়ারম্যান এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ পাকিস্তানে ভারতের দলের যাত্রাসূচীতে একপ্রকার নিষেধাজ্ঞা জারি করেন। পাল্টা পাক ক্রিকেটার রমিজ রাজা জানান যে ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে তাহলে ভারতে আয়োজিত সমস্ত টুর্নামেন্ট বয়কট করবে পাকিস্তান।

   

তবে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারতীয় সরকার এখনও পর্যন্ত এই বিষয়ে কোন সরকারী নির্দেশ জারি করেননি। তবে প্রাক্তন নায়ক রশিদ লতিফ (Rashid Latif) তাঁর বক্তব্যে বলেন তিনি নাকি ৫০ শতাংশ নিশ্চিত যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে আসবে। প্রসঙ্গত উল্লেখ্য যে জয় শাহ (Jay Shah) ২০১৯ সাল‌ থেকে বিসিসিআইয়ের সেক্রেটারি ছিলেন জয় শাহ। টানা ছয় বছর তিনি সেক্রেটারি থাকার পরে তিনি এবার আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। ১ ডিসেম্বর থেকে তিনি এই দায়িত্ব নেবেন। এই সময়েই শেষ হয়ে যাচ্ছে জর্জ বার্কলের মেয়াদকাল। পাশাপাশি এই মুহূর্তে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবেও দায়িত্বে রয়েছেন জয় শাহ।