El Salvador: এল সালভাদরের ফুটবল মাঠে মৃত্যুর মিছিল চলছে

এল সালভাদরের (El Salvador) ফুটবল মাঠে মৃত্যুর মিছিল! রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং অসংখ্য মানুষ আহত। শনিবার ঘটনাটি ঘটেছে এল সালভাদরের…

এল সালভাদরের (El Salvador) ফুটবল মাঠে মৃত্যুর মিছিল! রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং অসংখ্য মানুষ আহত। শনিবার ঘটনাটি ঘটেছে এল সালভাদরের একটি ফুটবল স্ট্যেডিয়ামে।

Advertisements

কাসকাটলান স্ট্যেডিয়ামে আলিয়ানজ়া এফসি এবং ক্লাব ডিপোর্টিভো এফএএস কোয়াটার ফাইনিল খেলছিল। খেলা চলাকালীন পদপৃষ্টের ঘটনার ফলে খেলা স্থগিত করে দেওয়া হয়। মধ্য আমেরিকার এটি সব থেকে বড় স্ট্যেডিয়াম। এই স্ট্যেডিয়ামে একসঙ্গে ৪৪,০০০ জন খেলা দেখতে পারেন।

বিজ্ঞাপন

সালভাদরান ফুটবল ফেডারেশ্নের তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে। সঙ্গে তারা এটাও জানিয়েছেন যে তাদের তরফে থেকে একটি রিপোর্টের অনুরোধ করা হবে সিকিউরিটি কমিশন অফ স্পোর্টস ভেনুর থেকে।

এল সালভাদরের রাষ্ট্রপতি নায়িব বুকেলে গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন। সকলকে জিজ্ঞাসাবাদ করে আসল অভিযুক্তকে খুঁজে বার করার আশ্বাস দিয়েছে।