Eden Gardens: ‘ক্রিকেটের নন্দন কানন থেকে বলছি…’ আজ টিকিট কালোবাজরির খেলা

‘নমস্কার, ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্স থেকে বলছি…’ আকাশবাণী সংবাদের এই কালজয়ী ধারাভাষ্য এখন অতীত রোমন্থন। তবে সেই সময়ও উন্মাদনা ছিল, এই সময়েও আছে। ক্রিকেট…

Eden Gardens: 'ক্রিকেটের নন্দন কানন থেকে বলছি...' আজ টিকিট কালোবাজরির খেলা

‘নমস্কার, ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্স থেকে বলছি…’ আকাশবাণী সংবাদের এই কালজয়ী ধারাভাষ্য এখন অতীত রোমন্থন। তবে সেই সময়ও উন্মাদনা ছিল, এই সময়েও আছে। ক্রিকেট বিশ্বকাপের ভারত-দক্ষিণ আফ্রিকার মারমার কাটকাট খেলা ঘিরে ক্রিকেটের নন্দন কানন কলরবে কলতানে মুখরিত। এর মাঝে আছে কলঙ্ক-টিকিট কালোবাজারি। বিশ্বকাপের ম্যাচের টিকিটের জন্য হাহাকার। রমরমিয়ে কালোবাজারিদের দৌরাত্ম্য চলছে। পরিস্থিতি এমন যেমন খোদ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কর্মকর্তারা পর্যন্ত কলকাতা পুলিশের দফতরে হাজিরা দিয়েছেন। এমনটা আগে হয়নি বলেই জানাচ্ছেন ক্রীড়া তথ্য বিশেষজ্ঞরা। তাঁদের কটাক্ষ,গত বাম জমানায় বহু ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ হয়েছে। টিকিট নিয়ে হাহাকার থাকেই। তবে সিএবি যেভাবে টিকিট কালোবাজারিতে জাড়াল তা নজিরবিহীন।

বিতর্কের কেন্দ্রে সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। অভিযোগ, তাঁকে আড়াল করছেন ভাই সৌরভ গাঙ্গুলি। এদিকে টিকিট কালোবাজারির তদন্তে নেমে কলকাতা পুলিশ কিছু সফলতা পেলেও মূল মাথা কে তার হদিস পায়নি। ক্রিকেটপ্রেমীরা ক্ষুব্ধ। সিএবি ভূমিকা নিয়ে বাড়ছে ক্ষোভ।

টিকিট কালোবাজারি বিতর্কের মধ্যেই বিশ্বকাপ খেলা দেখতে ইডেনমুখী অগনিত দর্শক। জেলা-শহরতলি থেকে মহানগরী কলকাতার রাজপথ ধরে ইডেনের চমকপ্রদ অন্দরে প্রবেশ করা আক্ষরিক অর্থেই নন্দন কানন দর্শন।

Advertisements

দর্শক ভিড় সামলাতে রবিবার সকাল থেকেই যান নিয়ন্ত্রণ করা হবে কলকাতার।  বন্ধ থাকবে একাধিক রাস্তা। কড়া নিরাপত্তা কলকাতার। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশকর্মীরা পথ দেখাতে সাহায্য করবেন। কলকাতা পুলিশ সূত্রে খবর এই নিয়ম বহাল থাকবে আগামী ১১ নভেম্বর পাকিস্তান বনাম ইংল্যান্ডের ম্যাচে।