Panchayat Election: ভোটের আগেই ছাপ্পা ভোট! তৃণমূলী ভোটারকে ধরলেন বাম প্রার্থী

Panchayat Election: ভোটের আগেই ছাপ্পা ভোটের অভিযোগ। সরকারী কর্মী সাজিয়ে পোস্টাল ভোটে ছাপ্পা মারার অভিযোগে সরগরম রাজ্য। উত্তর ২৪ পরগনার বারাসাতে এমনই এক ভুয়ো ভোটার…

Panchayat Election: ভোটের আগেই ছাপ্পা ভোটের অভিযোগ। সরকারী কর্মী সাজিয়ে পোস্টাল ভোটে ছাপ্পা মারার অভিযোগে সরগরম রাজ্য। উত্তর ২৪ পরগনার বারাসাতে এমনই এক ভুয়ো ভোটার ও ছাপ্পা ভোট ধরা পড়ল।

সিপিআইএমের দাবি, সরকারী কর্মীদের নাম করে বিশেষত বাস চালক, খালাসি সাজিয়ে পোস্টাল ভোটে ছাপ্পা চলছে। বারাসতে ব্লক অফিসে দাঁড়িয়ে ভুয়ো ভোটার ধরলেন জেলা পরিষদের সিপিআইএম প্রার্থী।

সংবাদ মাধ্যমের সামনেই ভুয়ো ভোটাররা ধরা পড়ে। কিছু প্রশ্ন করতেই তারা অসংলগ্ন কথা বলতে শুরু করে। প্রথমে নিজেদের আসল ভোটার বলে দাবি করেও পরে তারা ভুয়ো বলে চিহ্নিত হয়। অভিযোগ, ধৃত ভুয়ো ভোটাররা সবাই শাসকদল তৃণমূলের হয়ে ভোট দিচ্ছিল। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।