বিপুল বাণিজ্যের দিকে ছুটছে ভারত

নতুন আর্থিক বছরে ভারতের বাণিজ্য কোন দিকে যাবে (Trade Policy)  তার ইঙ্গিত দিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ুষ গোয়েল।তিনি জানান, ভারতের সামগ্রিক রপ্তানি ইতিমধ্যেই ৭৫…

Latest India news updates on Kolkata24x7 website featuring top news from across the country

নতুন আর্থিক বছরে ভারতের বাণিজ্য কোন দিকে যাবে (Trade Policy)  তার ইঙ্গিত দিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ুষ গোয়েল।তিনি জানান, ভারতের সামগ্রিক রপ্তানি ইতিমধ্যেই ৭৫ হাজার কোটি ছাড়িয়েছে। এ বছর তা আরও বৃদ্ধি পেয়ে ৭৬ হাজার কোটি ডলার পেরিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

২০২৩ এর বৈদেশিক বাণিজ্য নীতি ঘোষণা করা হয়েছে। নতুন দিল্লিতে এই নীতি ঘোষণা করে তিনি বলেন,সময় উপযোগী বিভিন্ন ধ্যান ধারনা ও চাহিদা এতে স্থান পেয়েছে।

নতুন বৈদেশিক বাণিজ্য নীতিতে ২০৩০ সালের মধ্যে ভারতের বাণিজ্যের পরিমাণ ২ লক্ষ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও তিনি জানান