Jalpaiguri: ধূপগুড়িতে ‘বনরক্ষীদের গুলিতে নিহত’ আদিবাসী, নামল ব়্যাফ

পঞ্চায়েত ভোটের আগে আদিবাসীকে গুলিবিদ্ধ মৃতদেহ নিয়ে তীব্র ক্ষোভ (Jalpaiguri) জলপাইগুড়ির ধূপগুড়িতে। অভিযোগ,বনরক্ষীরা গুলি করে মেরেছে। সোমবার ঘটনাটি ঘটেছে, ধূপগুড়ি (Dhupguri) ব্লকের ঝারআলতা ২ নম্বর…

Police officers patrolling the streets of West Bengal

পঞ্চায়েত ভোটের আগে আদিবাসীকে গুলিবিদ্ধ মৃতদেহ নিয়ে তীব্র ক্ষোভ (Jalpaiguri) জলপাইগুড়ির ধূপগুড়িতে। অভিযোগ,বনরক্ষীরা গুলি করে মেরেছে। সোমবার ঘটনাটি ঘটেছে, ধূপগুড়ি (Dhupguri) ব্লকের ঝারআলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খুট্টিমারি এলাকায়। 

মৃতের নাম জীতেন রাভা (৪৪)। অভিযোগ, বনরক্ষীরা ঠান্ডা মাথায় তাকে গুলি করে খুন করেছে। বনবস্তির বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ করেন। স্থানীয়দের দাবি, বন দফতরের আধিকারিকরা এসে ঠিক কী কারনে গুলি করা হলো তা জানাক।

স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন। সেই সময় বনকর্মীরা গুলি চালায়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদে ঘেরাওয়ে পড়েন ধূপগুড়ি থানার আইসি। বিরাট র‍্যাফ বাহিনী নামানো হয়।