বিরাট ট্রান্সফার ফিতে মশালবাহিনীতে জয় গুপ্তা

এফসি গোয়া এখন অতীত। নয়া ফুটবল সিজনে এবার ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের জার্সিতে খেলতে দেখা যাবে জয় গুপ্তাকে। নিঃসন্দেহে যা বিরাট বড় চমক। হিসাব…

East Bengal FC Targets FC Goa’s Jay Gupta for 2025 ISL Season

এফসি গোয়া এখন অতীত। নয়া ফুটবল সিজনে এবার ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের জার্সিতে খেলতে দেখা যাবে জয় গুপ্তাকে। নিঃসন্দেহে যা বিরাট বড় চমক। হিসাব অনুযায়ী দেখলে আগামী ২০২৮ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার। তবে সবদিক মাথায় রেখেই নাকি তাঁকে পেতে আগ্রহী হয়ে উঠেছিল ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল ক্লাব। সেক্ষেত্রে বাকিদের তুলনায় তাঁকে দলে টানার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে ছিল কলকাতা ময়দানের এই প্রধান। তবে সময় এগোনোর সাথে সাথেই এই ভারতীয় ফুটবলারকে দলে টানতে মরিয়া হয়ে ওঠে মশাল ব্রিগেড।

   

সেটাই হল শেষ পর্যন্ত। বিশেষ সূত্র মারফত খবর, প্রায় দেড় কোটি টাকার ও বেশি ট্রান্সফার ফি দিয়ে এই ভারতীয় ফুটবলারকে ছিনিয়ে নিল অস্কার ব্রুজনের দল।
তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে লাল-হলুদের রক্ষণভাগকে। উল্লেখ্য, গত কয়েক মরসুম ধরেই গোয়া দলের জার্সিতে অনবদ্য পারফরম্যান্স করে আসছিলেন মহারাষ্ট্রের এই লেফট ব্যাক। স্বাভাবিকভাবেই তাঁর উপর নজর গিয়ে পড়েছিল আইএসএল জয়ী একাধিক ফুটবল ক্লাবের। এমনকি একটা সময় তাঁকে নিতে আল আউট গিয়েছিল কলকাতা ময়দানের আরেক প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু সেটা সম্ভব হয়নি।

Advertisements

গত সিজনে মানোলো শিবিরের হয়ে নিজের প্রত্যাশা মতো পারফরম্যান্স না পেলেও নিজের সেরাটা দিতে মরিয়া ছিলেন সর্বদা। সেই দিক নজরে রেখেই গত সিজন শেষ হওয়ার পর থেকে তাঁকে পেতে আগ্ৰহ প্রকাশ করতে শুরু করেছিল মশাল বাহিনী। শেষ পর্যন্ত বাকি সকলকে টেক্কা দিয়ে জয়কে দলে টেনে নিল সৌভিক চক্রবর্তীদের ক্লাব। এবার শুধুমাত্র সরকারি ঘোষণার অপেক্ষা।

উল্লেখ্য, শেষ সিজনে নিজেকে খুব একটা প্রমান করতে না পারলেও এই নয়া দলের জার্সিতে ভালো পারফরম্যান্সের মধ্য দিয়ে ট্রফি জয় করাই অন্যতম লক্ষ্য থাকবে বছর তেইশের এই ডিফেন্ডারের।