Thursday, November 30, 2023
HomePhoto Galleryপাকিস্তানে সামরিক শাসন চলছিল, ঢাকেশ্বরীর দুর্গা আরাধনা যেমন হয়েছিল

পাকিস্তানে সামরিক শাসন চলছিল, ঢাকেশ্বরীর দুর্গা আরাধনা যেমন হয়েছিল

নিউজ ডেস্ক: দুর্গা এসেছে। বঙ্গ জনজীবনে উৎসবের আমেজ লেগেছে। আকাশে মেঘ, জমিতে কাশের দোলা। চেনা মুহূর্ত। তবে আমাদের দেশের না। তখনকার পাকিস্তানের। এখনকার বাংলাদেশের।

   

ধারণা করা হয়, ঢাকেশ্বরী ঢাকার আদি ও প্রথম মন্দির। সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন, ঢাকেশ্বরী শব্দ থেকেই ঢাকা নামের উৎপত্তি। ঢাকেশ্বরী দেবী ঢাকা অধিষ্ঠাত্রী বা পৃষ্ঠপোষক দেবী। 

পদ্মা-মেঘনা-আত্রাই নদীর তীরে দুর্গা পূজা কেমন ছিল পাকিস্তানি আমলের? ১৯৬০ এর দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলছিল পাক সামরিক শাসক জেনারেল আইয়ুব খানের দমন নীতি। সেই উত্তাল সময়ে ঢাকার ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে দেবী ঢাকেশ্বরী অর্থাৎ দুর্গা বন্দনার কিছু বিরল ছবি থাকল দর্শকদের জন্য।

Latest News