নামমাত্র খরচেই শহরের ‘বিগ’ বাজেটের পুজো মন্ডপ ঘুরিয়ে দেখার উদ্যোগ সরকারের

সারা দেশ তিলোত্তমার বিচার চেয়ে পথেই দিন কাটিয়েছে প্রায় একমাসের বেশি সময় ধরে৷ কিন্তু এখনও সঠিক বিচার পাইনি৷ যদিও আরজি কর কাণ্ডের আবহ থেকে বেড়িয়ে…

jjnh নামমাত্র খরচেই শহরের 'বিগ' বাজেটের পুজো মন্ডপ ঘুরিয়ে দেখার উদ্যোগ সরকারের

সারা দেশ তিলোত্তমার বিচার চেয়ে পথেই দিন কাটিয়েছে প্রায় একমাসের বেশি সময় ধরে৷ কিন্তু এখনও সঠিক বিচার পাইনি৷ যদিও আরজি কর কাণ্ডের আবহ থেকে বেড়িয়ে বহু মানুষই উৎসবের আমেজে গা ভাসিয়েছে৷ আকাশে বাতাসে পুজোর আমেজ প্রায় শুরু হয়ে গিয়েছে তা বলাই চলে৷ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা৷ তারপরেই চারিপাশ পুজোর (Durga Puja 2024) আনন্দে মেতে উঠবে৷ এরই মাঝে সকলের জন্য রয়েছে দারুণ এক সুখবর৷

এবারও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) পুজোয় শিলিগুড়িতে বিশেষ পুজো পরিক্রমা প্যাকেজ বাস চালানোর উদ্যোগ নিয়েছে। সাধারণ মানুষের কাছে দারুণ এক সুখবর৷ যদিও গতবছরও এমন চিত্রই দেখা গিয়েছিল৷ এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বলাই চলে৷ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতর থেকে জানা গিয়েছে, চতুর্থী ও পঞ্চমীতে দর্শনার্থীদের শহরের বিগ বাজেটের পুজো মণ্ডপগুলি ঘুরিয়ে দেখানো হবে। মাথাপিছু মাত্র ৩৫০ টাকায় এই বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে।

   

এই বিষয় নিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানিয়েছেন,পুজোতে শিলিগুড়ি শহরে পুজো পরিক্রমা প্যাকেজ হচ্ছে। গত বছর একদিন করা হলেও এবার দর্শনার্থীদের অনুরোধে এবং চাহিদা অনুযায়ী দু’দিন করা হচ্ছে। জোরকদমে চলছে তার প্রস্তুতি।

প্যান্ডেল হপিং-এর তালিকায় যে যে পুজা মন্ডপ গুলি রয়েছে তা হল প্রথমে শিলিগুড়ির চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দিরের পুজো দিয়ে পরিক্রমা শুরু হবে। এরপর সেন্ট্রাল কলোনি, দাদাভাই স্পোর্টিং হয়ে সুব্রত সংঘ, ভুটিয়া মার্কেট এলাকার দুর্গাপুজো হয়ে সুভাষপল্লি, রবীন্দ্রনগর, রথখোলার পুজো দেখার পর পানিট্যাঙ্কি মোড়ের রামকৃষ্ণ ব্যায়ামাগার পুজো দিয়ে পরিক্রমা শেষ হবে।