Durga Puja: সপ্তমীতে প্রথম দেখা? অষ্টমীতে হাসি…ফোনটা ঠিক সেট করুন

উৎসবের মরসুম শুরু হয়েছে। বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজোয় মেতেছে আপামোর বাঙালি। আজ মহাসপ্তমী। সপ্তমীতে মহাপুজো হয় এবং এই দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে নানান…

উৎসবের মরসুম শুরু হয়েছে। বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজোয় মেতেছে আপামোর বাঙালি। আজ মহাসপ্তমী। সপ্তমীতে মহাপুজো হয় এবং এই দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে নানান রীতিনীতি। আজ সপ্তমীতে সকাল থেকে রীতি মেনে চলছে নবপত্রিকা স্নান বা কলা বউ স্নান। তাই সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে ভির। মোবাইল ক্যামেরার যুগে সকলেই কলা বউয়ের স্নানের ছবিও তুলছেন সোশ্যাল মিডিয়ায় দেবেন বলে। কিন্তু এমন সময় দেখলেন আপনার তোলা ছবিটি স্পষ্ট নয়। ছবিটি ব্লার (blur)। কী করবেন? আজ তাহলে রাত জেগে ঠাকুর দেখার সময় প্রতিমার ছবি তুলবেন কীভাবে? কোন চিন্তা নেই। এই সহজ কয়েকটি টিপস মেনে এই কাজটি এখনই করে নিন। ঝাঁ চকচকে ছবি তুলতে পারবেন আজকের প্যান্ডাল হপিংয়ের সময়। জেনে নিন বিস্তারিত।

আপনি কি এমন কিছু ভুল করছেন যার জন্য ছবি ভাল আসছে না? কীভাবে আপনি আপনার ফোনের ক্যামেরা ঠিক করবেন? আপনার কি অ্যান্ড্রয়েড ফোন? তাহলে আপনার ফোন থেকে একদম ঝকঝকে ফটো ক্লিক করতে পারবেন। শুধু মানতে হবে কটা সহজ উপায়।

১। ফোনের লেন্স পরিষ্কার

ফোনের লেন্স অনেকদিন পরিষ্কার না করলে তাতে ধুলো জমে। এর ফলে হাজার চেষ্টা করলেও ভাল ছবি উঠতে চায়না। নানান রকমের সমস্যা দেখা যায়। তার মধ্যে একটি হল লেন্সে ধুলো জমে থাকা এবং ফটো ব্লার হওয়া। ঝকঝকে ছবি না এলে আপনার মনে হতে পারে যে ফোনটি পুরনো হয়েছে বলে বোধ হয় এমনটা হচ্ছে। কিন্তু ব্যপারটা তা নয়, ফোনের ক্যামেরাতেও কোন সমস্যা নেই। প্রথমে যাচাই করুন আপনার লেন্স নোংরা কি না। যদি নোংরা হয় তবে একটি মাইক্রোফাইবার কাপড় দিয়ে পরিষ্কার করুন। 

২। আলোর সমস্যা

অন্ধকারে বা কম আলোতে ফটো ক্লিক করা থেকে বিরত থাকুন। এর ফলে ফোনের ফটোগুলি অস্পষ্ট হতে পারে। তাই ফটো ক্লিক করার সময় আলোর কথা মাথায় রাখতে হবে।

৩। ক্যামেরা সেটিংস

ফোনের ক্যামেরা সেটিংস চেক করতে প্রথমে ক্যামেরা অ্যাপ খুলে দেখুন কোন মোড রয়েছে- পোর্ট্রেট মোড, ল্যান্ডস্কেপ, নাইট মোড বা প্রো মোড, অন্যান্য। দেখে নিন মোডগুলি ঠিকঠাক রয়েছে কি না। রাতে ছবি তোলার সময় নাইট মোড ব্যবহার করলে ছবি ভাল আসবে।

৪। HDR মোড

ফোনের ক্যামেরা দিয়ে হাই কনট্রাস্ট ছবি তুললে HDR মোডে ক্লিক করতে হবে। এছাড়া ফটোতে ক্লিক করার সময় স্ক্রিনে ট্যাপ করে ম্যানুয়ালি এক্সপোজার এবং ফোকাস ঠিক করুন। ছবি অবশ্যই ভাল আসবে।