পুজোর আগেই দুঃসংবাদ! বন্ধ “পরিক্রমা স্পেশাল” বাস

আর মাত্র কয়েকটা দিন। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই সাজগোজ, খাওয়া দাওয়া, গল্প-আড্ডা আর প্যান্ডেল হপিং। কিন্তু এক মণ্ডপ থেকে আর এক…

আর মাত্র কয়েকটা দিন। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই সাজগোজ, খাওয়া দাওয়া, গল্প-আড্ডা আর প্যান্ডেল হপিং। কিন্তু এক মণ্ডপ থেকে আর এক মণ্ডপে ভিড় ঠেলে, লাইন দিয়ে ঠাকুর দেখতে যাওয়া কষ্টসাধ্য হয় বইকি! তাই শহরের বড় বড়, ঐতিহ্যবাহী পুজো গুলো ঘুরে দেখতে অনেকেই পুজো পরিক্রমা স্পেশাল সরকারি বাসকেই বেছে নেন।

কিন্তু সেইসব যাত্রীদের জন্য দুঃসংবাদ। এবার পুজোয় থাকবে না সরকারি পুজো স্পেশাল বাস। কর্মী সংকট এবং প্রশাসনিক জটিলতার কারণে স্পেশাল পুজো প্যাকেজ ট্যুর বাতি করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)। ২০২৩ সালে শিলিগুড়িতে চালু হওয়া এই প্যাকেজ ট্যুরটি বেশ জনপ্রিয়তা লাভ করে। মাত্র ৩৫০ টাকার বিনিময়েই শহরের উল্লেখযোগ্য পুজো মণ্ডপগুলি ঘুরে দেখতে পারতেন যাত্রীরা।

   

Advertisements

শিলিগুড়ির চম্পাসারি থেকে যাত্রা শুরু করে সেন্ট্রাল কলোনি, দাদাভাই স্পোর্টিং, সুব্রত সংঘ, সুভাষপল্লি, রবীন্দ্রনগর, রথতোলার পুজো ঘুরে দেখাত বিশেষ বাস। সঙ্গে থাকত এলাহী রাতের খাবারের আয়োজন। NBSTC-র ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানিয়েছেন, কর্মী অপ্রতুলতার পাশাপাশি ডিভিশনাল ম্যানেজার শ্যামলকুমার সরকার চলতি সপ্তাহের রবিবারেই অবসর নিচ্ছেন। ফলে নতুন আধিকারিক কবে আসবেন সেই নিয়েও রয়েছে ধোঁয়াশা। অন্যদিকে, এত অল্প সময়ের মধ্যে পুলিশের অনুমতি, প্যাকেজ আয়োজন, টিকিট বিক্রি সম্ভব নয়। ফলে স্বাভাবিকভাবেই হতাশ শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষজন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News