ভোটে বোমা পড়বে ভাঙড়ে? প্রশ্ন শুনেই নওশাদ-শওকতের লাজুক হাসি

পঞ্চায়েত ভোটের (panchayat election) দিন ভাঙড়ে মুড়িমুডকির মতো বোমা পড়বে? এ প্রশ্ন শুনে মুচকি হাসলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর পাশে দাঁড়িয়ে গান্ধীগিরি বার্তা দিলেন…

short-samachar

পঞ্চায়েত ভোটের (panchayat election) দিন ভাঙড়ে মুড়িমুডকির মতো বোমা পড়বে? এ প্রশ্ন শুনে মুচকি হাসলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর পাশে দাঁড়িয়ে গান্ধীগিরি বার্তা দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তৃ়ণমূল ও আইএসএফের দুই যুযুধান বিধায়ক ততক্ষণে একে অপরকে বড়ভাই, ছোটভাই বলতে শুরু করেছেন।

   

বিধানসভায় মুখোমুখি দক্ষিণ ২৪ পরগনার দুই যুযুধান বিধায়ক। যাঁরা মনোনয়ন পর্বে পরস্পরের সমর্থকদের উপর বোমা হামলার অভিযোগ করেছিল। রক্তাক্ত হয়েছিল ভাঙড়। সেদিন দুপক্ষের দুই ক্যাপ্টেন সোমবার মুখোমুখি বিধানসভায়।

ভাঙড়ে যাবতীয় অশান্তির দায় শওকত মোল্লার এমনই অভিযোগ করে চলেছেন স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকি। তবে সোমবার তাঁরই পাশে দাঁড়িয়ে শওকত মোল্লা বলেন’ছোট ভাইকে বলব ভাঙড়ে গণ্ডগোল কম করতে’।

ক্যানিং পূর্বের তৃ়ণমূল বিধায়ক শওকত মোল্লার এমন বক্তব্য শুনে মুচকি হেসে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন,  উনি বড়ভাই। ভোট হবে শান্তিপূর্ণ। মানুষ যাকে ভোট দেবেন তিনিই নির্বাচিত হবেন। রায় মেনে নেব।

এর আগে শওকত ও নওশাদ দুজনেই পরস্পরের বিরুদ্ধে বোমা হামলার অভিযোগ এনেছেন।