TMC: একুশ সমাবেশ শেষে তৃণমূলের কাছে নিশির ডাকই ইডির ডাক !

আশঙ্কার অপেক্ষা শুরু। তৃণমূলের অন্দরে আলোচনা এবার কার ডাক পড়বে। গত ২১ জুলাই সমাবেশের পর রাজ্যে টাকার পাহাড় পার্থ গ্রেফতার। নিয়োগ দুর্নীতি, সিবিআই ইডি তদন্ত।…

আশঙ্কার অপেক্ষা শুরু। তৃণমূলের অন্দরে আলোচনা এবার কার ডাক পড়বে। গত ২১ জুলাই সমাবেশের পর রাজ্যে টাকার পাহাড় পার্থ গ্রেফতার। নিয়োগ দুর্নীতি, সিবিআই ইডি তদন্ত। আগের বছর একুশের সমাবেশের পর উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। এবারের একুশের সমাবেশের পর কী হবে? ফের কোনও দুর্নীতি সামনে আসবে? কী জাল পেতেছে ইডি-সিবিআই? এসব নিয়ে রাজনৈতিক মহলেও জল্পনা প্রবল।

এই জল্পনা আরও বাড়িয়েছেন খোদ তৃ়নমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুক্রবারের একুশ জুলাই সমাবেশ থেকে বলেছেন ‘আজ একুশে জুলাই হয়ে গেল। কাল-পরশু থেকে আবার শুরু হয়ে যাবে।’ তাঁর এমন ভাষণ কি কোনও ইঙ্গিত? রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। গতবছরের সমাবেশের পর নিয়োগ দুর্নীতির তদন্তে টাকার পাহাড় বেরিয়েছিল। সেই তদন্তে এবার জেরার মু়খে তৃ়ণমূল যুবনেত্রী সায়নী ঘোষ।

সায়নী ঘোষকে সিজিও কমপ্লেক্সে গত জুনে হাজিরা দিয়েছেন। সব প্রশ্নের সহযোগিতা করেছিলেন যুবনেত্রী। তারপর তাকে ফের জেরার জন্য ডাকা হলে পঞ্চায়েত ভোটের প্রচারের কথা বলে দ্বিতীয় দফার হাজিরা এড়িয়েছেন। কিছু নথি পাঠিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে। তবে তাতে সন্তুষ্ট হননি ইডি। সায়নী ঘোষ জানিয়েছিলেন, পঞ্চায়েত নির্বাচনের পর তাকে যতবার ডাকা হবে ততবার হাজিরা দিতে প্রস্তুত তিনি।

আবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা চলাকালীন ডাক পাঠিয়েছিল ইডি। তিনি জেলায় জনসংযোগের কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও হাজিরা দিয়েছিলেন। তবে পরবর্তীতে ইডির ডাকে তোয়াক্কা করেননি যুবনেতা। তিনি তখন বলেছিলেন, “যখন ডাকবে তখনই যেতে হবে নাকি?” নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় হাজিরা দেননি অভিষেক।

পঞ্চায়েত নির্বাচন কেটেছে। একুশে জুলাই শহিদ সমাবেশ শেষ। তবে কী এবার ডাক পড়বে যুবনেতা যুবনেত্রীর ? এবার কার জেরা অভিষেক নাকি সায়নী? নাকি কয়লা কেলেঙ্কারি তদন্তে মন্ত্রী মলয় ঘটকের জেরা এও চর্চিত বিষয়। একুশ সমাবেশের পরেই এমন আলোচনা তুঙ্গে।