দুর্গা আরাধনায় মহিলা পুরোহিত, বঙ্গ বিজেপির পুজো চমক

বিভিন্ন সময়ে অভিযোগ, ব্রাহ্মণবাদের ধারক (BJP) বিজেপি। সেই অভিযোগ মুছে মহিলা পুরোহিতে নজর বঙ্গ বিজেপি কর্মকর্তাদের। আসন্ন দুর্গা পুজোতে (Durga Puja)  চমক তৈরি করতে মরিয়া…

বিভিন্ন সময়ে অভিযোগ, ব্রাহ্মণবাদের ধারক (BJP) বিজেপি। সেই অভিযোগ মুছে মহিলা পুরোহিতে নজর বঙ্গ বিজেপি কর্মকর্তাদের। আসন্ন দুর্গা পুজোতে (Durga Puja)  চমক তৈরি করতে মরিয়া তারা। রাজনৈতিক মহলের ধারণা, সবই ভোট লক্ষ্যে চমক তৈরি করা। ভোটের বাক্সে টান ধরেছে বিস্তর।

২০২০ সাল থেকে সল্টলেকের ইজেডসিসি সেন্টারে দূর্গাপুজো শুরু করেছে বিজেপি। দূর্গাপুজোকে ইউনেস্কোর সম্মান নিয়ে প্রচার করছে তৃণমূল। পাল্টা এবারের পুজোতে চমক আনতে চাইছে বিজেপি। সূত্রের খবর, এবার মা দূর্গার আরাধনায় মহিলা নেত্রীদের ওপর দায়িত্ব দিতে চাইছে বিজেপি। মাতৃ আরাধনায় কোনও মহিলাকে দায়িত্ব দেওয়া যায় কি না, ভাবনা বিজেপির অন্দরে৷

   

সল্টলেকের ইজেডসিসি সেন্টারে দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবারের পুজোতে যে জৌলুস ছিল। এবার সেটা অনেকটাই ম্লান৷ তবে হাল এত সহজে ছাড়তে নারাজ সুকান্ত মজুমদাররা। তাঁদের বক্তব্য, এবারে পুজোতে বাংলায় আসুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির পুজো, সন্তোষ মিত্র স্কোয়ার সহ একাধিক পুজোর উদ্বোধন করবেন তিনি৷

শোনা যাচ্ছে, পুরো রীতি মেনে উদযাপন করতে চাইছে বিজেপি। প্রথমে কথা হয়েছিল নমো নমো করে পুজো সারা হোক৷ পরে পুজোর জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপি। উমার আরাধনার সঙ্গে মাতৃ আরাধনাতেও বিশেষ গুরুত্ব দিতে চাইছে বিজেপি নেতৃত্ব৷ তাই মহিলা পুরোহিতের প্রস্তাব দিয়েছেন সুকান্ত মজুমদার।

এমনিতেই দুর্গাপুজোয় ইউনেস্কোর বিশেষ সম্মান নিয়ে আগাগোড়া প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী। একমাস ধরে পুজো উদযাপনের পরিকল্পনা নিয়েছে সরকার৷ অমিত শাহের উপস্থিতিতে কেন্দ্রের কৃতিত্ব তুলে ধরতে চায় বিজেপিও৷ তবে ঠাসা কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাবে বঙ্গ বিজেপি? প্রশ্ন উঠছে এখন থেকেই৷