শুধু বাংলাই নয়, ব্যালট চুরি করে ভোট চলছে মার্কিন মুলুকে, কাঠগড়ায় ট্রাম্পের দল

এতদিন বাংলার নির্বাচনগুলির সঙ্গে ভোট কারচুপি কিংবা ব্যালট বাক্স চুরি নিয়ে বিস্তর জলঘোলা শুনেছে মানুষ। এবার গণতন্ত্রের পীঠস্থান আমেরিকাতেই এই ব্যালট চুরি করে ভোটে কারচুপির…

Vote scam ballot box loot US election controversy

এতদিন বাংলার নির্বাচনগুলির সঙ্গে ভোট কারচুপি কিংবা ব্যালট বাক্স চুরি নিয়ে বিস্তর জলঘোলা শুনেছে মানুষ। এবার গণতন্ত্রের পীঠস্থান আমেরিকাতেই এই ব্যালট চুরি করে ভোটে কারচুপির ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের (US election 2024)  আগাম ভোটপর্ব শুরু হওয়ার পরই বড় ধরনের বিতর্কের মুখে পড়েছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি। অভিযোগ উঠেছে, নির্বাচনের প্রক্রিয়ায় কারচুপি এবং ব্যালট চুরির চেষ্টা করা হয়েছে। 

পশ্চিমী নিষেধাজ্ঞার জের, দেশে এয়ার ইন্ডিয়ার বিমান চালাতে ভারতের দ্বারস্থ রাশিয়া

   

এই অভিযোগের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত নেতার নাম ল্যারি স্যাভেজ, যিনি ইন্ডিয়ানা প্রদেশ থেকে রিপাবলিকান পার্টির টিকিটে কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

জানা গেছে, ল্যারি স্যাভেজের বিরুদ্ধে অভিযোগ যে তিনি নির্বাচনী প্রক্রিয়ায় গোপন হস্তক্ষেপের চেষ্টা করেছেন এবং ভোটের ফলাফলকে প্রভাবিত করতে ব্যালট চুরির সঙ্গে জড়িত ছিলেন। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযোগ অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছে প্রশাসন।

India US relation: ব্রিকসের পরই ভারতে ছুটে এলেন মার্কিন এনএসএ, ডোভালের সঙ্গে বৈঠক

তদন্তকারীরা জানিয়েছেন, স্যাভেজ ভোটিং মেশিন এবং ভোটার ডেটা সংক্রান্ত তথ্যেও অননুমোদিত হস্তক্ষেপের চেষ্টা করেছিলেন। এই পরিস্থিতিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে গঠনমূলক প্রমাণ রয়েছে বলে জানানো হয়েছে।

এই ঘটনা আমেরিকার রাজনৈতিক মহলে উত্তেজনার সৃষ্টি করেছে। বিশেষত, নির্বাচন প্রক্রিয়া ও ভোটিং সিস্টেমের প্রতি জনগণের আস্থা এবং নির্ভরযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলই এই অভিযোগ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

দীপাবলিতে জঙ্গি হামলার ছক? বিপুল গ্রেনেড-রকেটলঞ্চার বাজেয়াপ্ত মণিপুরে

ডেমোক্র্যাট পার্টির নেতা ও সমর্থকরা এ ঘটনাকে ট্রাম্প (Donald Trump) সমর্থকদের পরিকল্পিত কারচুপি বলছেন, যা তাদের প্রার্থীকে জেতানোর উদ্দেশ্যে সংঘটিত হয়েছে বলে তাদের ধারণা।

তবে রিপাবলিকান পার্টি স্যাভেজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে তাদের দলের বৃহত্তর অবস্থানের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছে এবং নির্বাচনে কারচুপির যে কোনও প্রকার প্রচেষ্টার বিরুদ্ধে নিজেদের সমর্থন জানিয়েছে।

এই ঘটনায় ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে আরও কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠে