একসময় বীরভূমে তৃণমূল কংগ্রেসের প্রতিটি সিদ্ধান্ত প্রায় একাই নিতেন অনুব্রত মণ্ডল। কিন্তু গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলে কাটানোর পর পরিস্থিতি বদলে যায়। জেল থেকে ছাড়া পেয়ে বীরভূমে ফিরে আসেন বাদশা। বর্তমানে তিনি বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক হলেও দলের ভেতরে তাঁর ভূমিকা আগের তুলনায় সীমিত। এদিকে, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের দ্বন্দ্ব সব সময়েই লেগেই থাকত। স্থানীয় রাজনীতিতে এই দ্বন্দ্ব যে তৃণমূলের সাংগঠনিক শক্তিকে প্রভাবিত করছে, তা দলের শীর্ষ নেতৃত্বও বুঝতে পারছে। তাই এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।
সোমবার বীরভূম জেলার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার কড়া বার্তা দেন অভিষেক (Abhishek Banerjee) দলের “সেকেন্ড ইন কম্যান্ড” হিসেবে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে ব্যক্তিগত দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্বের জায়গা তৃণমূলে নেই। তিনি বলেন, “দলকে শক্তিশালী করতে হলে সবাইকে একসঙ্গে চলতে হবে। জনগণ দলকে ভোট দেয় উন্নয়নের জন্য, ব্যক্তিগত স্বার্থে নয়।” অভিষেকের “একসঙ্গে চলার” বার্তা এবং ১১টি আসন জয়ের টার্গেট তাঁদের কাছে স্পষ্ট রূপরেখা হিসেবে এসেছে।