TMC vs BJP: শাহরুখকে সরিয়ে সৌরভকে বাংলার অ্যাম্বাস্যাডার করুন: শুভেন্দু

বিসিসিআই এর সভাপতি পদ থেকে সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে দেওয়ার পর থেকেই উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। এই নিয়ে বিশ্ব ক্রিকেটে বিতর্ক এখন তুঙ্গে। তবে ঘটনাটি শুধুমাত্র…

Mamata Banerjee scoffs at PM over Ukraine crisis

বিসিসিআই এর সভাপতি পদ থেকে সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে দেওয়ার পর থেকেই উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। এই নিয়ে বিশ্ব ক্রিকেটে বিতর্ক এখন তুঙ্গে। তবে ঘটনাটি শুধুমাত্র ক্রিকেটের পরিসীমার মধ্যেই সীমাবদ্ধ নেই এই বিতর্কে লেগেছে রাজনৈতিক রং। এতদিন ধরে তৃণমূলের তরফে আক্রমণের তীর উঠেছে বিজেপির বিরুদ্ধে(TMC vs BJP)। সোমবার উত্তরবঙ্গ সফরের আগে সৌরভকে অপসারণের কারণ জানতে চেয়ে বিজেপির উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই পাল্টা জবাবে মাঠে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন,”বাংলায় শাহরুখকে সরিয়ে সৌরভকে অ্যাম্বাসাডর করুন।” মমতাকে নিশানা শুভেন্দু বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন তাহলে সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতে পারতেন। তিনি তৃণমূলের কাছে আর্জি করেছেন,”ক্রীড়া জগতকে নিয়ে রাজনীতি করবেন না।” তাঁর কথায়, “প্রধানমন্ত্রীকে এসবের মধ্যে জড়াবেন না, প্রধানমন্ত্রীও এই ধরনের রাজনীতি থেকে দূরে থাকেন।”

এদিন উত্তরবঙ্গ সফরের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জানিনা কী কারণে অমিত বাবুর ছেলে রয়ে গেলেন। সে থাকুক আমার কোনও যায় আসে না। সে ছোট ছেলে। আমি তো আর বিজেপি নয় রোজ গালাগালি দেবো। ভালো কাজ করলে সমর্থন করব। ভালো কাজ না করলে তখন বলব।”

এরপরেই মুখ্যমন্ত্রী বিজেপির দিকে প্রশ্ন তুলেছেন,” সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে আমরা এটাই জানতে চাই।” সৌরভ গাঙ্গুলিকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, অভিযোগ তুলেছেন মমতা বন্দোপাধ্যায়। জগমোহন ডালিমিয়াও বিসিসিআই থেকে আইসিসিতে গেছে। শরদ পাওয়ারও গেছেন। সৌরভ নিজে তিনবার ডিরেক্টর ছিল। মমতা সৌরভের উদ্দেশ্যে বলেছেন,’ ও এনটাইটেলড। ভারতবর্ষ থেকে একজন দুই জন এনটাইটেলড। ও তাদের মধ্যে একজন।”

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, সৌরভ যাতে আইসিসির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেদিকে আপনি একটু নজর দেবেন। ওকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কেন তাঁর সঙ্গে এই বঞ্চনা করা হচ্ছে? ওর গাফিলতি কী রয়েছে? ওকে সারা বিশ্ব চেনে। আমরা ওর জন্য গর্বিত। ওর জন্য বাংলা-সহ দেশের মানুষ গর্বিত। যারাই ক্রিকেট খেলেছে সবাই তাঁকে চেনে। আমি ভীষণভাবে আশ্চর্য হয়েছি। ও কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নয়। তাই রাজনীতি থেকে বেরিয়ে সৌরভকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক।”