TMC Vs BJP: অনুব্রত ভিতরে থাকলেই শান্তিপূর্ণ ভোট হবে,ফের বিস্ফোরক দিলীপ

গরু পাচার মামলায় অগাস্ট মাস থেকেই জেল হেফাজতে রয়েছেন বীরভূম তৃণমূলের (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রতহীন বীরভূম নিয়ে প্রশ্ন উঠছে রাজ্য…

গরু পাচার মামলায় অগাস্ট মাস থেকেই জেল হেফাজতে রয়েছেন বীরভূম তৃণমূলের (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রতহীন বীরভূম নিয়ে প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে। এরই মধ্যে শাসক দলের গ্রুপবাজি নিয়ে ভরা আদালতে চেঁচিয়ে উঠেছেন কেষ্ট। আদালতে অনুব্রতর এরূপ গতিবিধি দেখেই তাঁকে ভিতরে রাখার পরামর্শ দিলেন বিজেপির(BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি মতে,শান্তিপূর্ণ ভোট করাতে হলে অনুব্রতকে ভিতরে রাখতে হবে। 

দিলীপ ঘোষের আশঙ্কা, অনুব্রত মণ্ডল যদি জামিন পেয়ে বেরিয়ে আসেন তাহলে বীরভূমের নির্বাচন শান্তিপূর্ণ হবে না। রক্তাক্ত হবে। গত বছরের চেয়ে পরিস্থিতি এবার আরও‌ খারাপ হবে। যেহেতু এবার বিরোধী শক্তিশালী হয়েছে। সেইজন্য শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য অনুব্রত মণ্ডলকে ভিতরে রাখার দরকার রয়েছে,‌ বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন দিলীপ ঘোষ। 

একইসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, গতবারে যেমন তৃণমূলের মধ্যে বহু নির্দলীয় হয়েছিল। এবারে ৫০ শতাংশ নির্দলীয় হয়ে যাবে। তারাই মারামারি করবে। প্রথমে তারা কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে সমস্যা তৈরি করার চেষ্টা করবে, তারপর বিজেপির সঙ্গে সংঘাতে নামবে, বলে আশঙ্কা প্রকাশ করছেন দিলীপ ঘোষ।

তাঁর সংযোজন, আগের পঞ্চায়েত ভোট থেকেই এ রাজ্যে বিজেপি নজর কাড়তে শুরু করে। এবার আমরা অনেক বেশি প্রস্তুত”। দিলীপ ঘোষের কথায়, বিজেপি সর্বশক্তি দিয়ে মোকাবিলা করবে‌। পশ্চিমবঙ্গে ভোটের পরিস্থিতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি জানিয়েছেন,”এ রাজ্যে ভোট শান্তিপূর্ণ হয় না। তৃণমূল এবং পুলিশ দিয়ে ভোট হবে। আমরাও মোকাবিলা করব। গত পঞ্চায়েতে ওরা এত শক্তি লাগিয়েও আটকাতে পারেনি। এবার আরও বেশি লড়াই হবে।”

অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর থেকেই অনুপস্থিতি নিয়ে চিন্তায় রয়েছে রাজ্য নেতৃত্ব। যদিও জেলে থেকেই নির্বাচনের ব্লুপ্রিন্ট তৈরি করে চলেছেন তিনি। অন্যদিকে, অনুব্রতর অনুপস্থিতিতে খুব একটা ফায়দা তুলতে পারেনি বিজেপিও। বরং রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন দুধকুমার মণ্ডলদের মতো নেতারা। আগামী দিনে বীরভূম কী পদক্ষেপ নেবে তৃণমূল? তবে কি পঞ্চায়েত ভোটে জেলের ভিতরেই থাকছেন কেষ্ট? পঞ্চায়েত ভোটের জন্য বিজেপি কি বা রণনীতি সাজাচ্ছে? উঠছে একাধিক প্রশ্ন, অপেক্ষা শুধুমাত্র সময়ের।