TMC: যমের দুয়ারে পড়ল কাঁটা…দিদি মমতার ফোঁটা পেলেন শোভন

ভাইফোঁটা রাজনীতি জমজমাট। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ি গিয়ে ফোঁটা নিলেন তৃণমূলে ঢুকি ঢুকি করেও একটু বাইরে থাকা শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee)। বিজেপি ছেড়ে…

ভাইফোঁটা রাজনীতি জমজমাট। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ি গিয়ে ফোঁটা নিলেন তৃণমূলে ঢুকি ঢুকি করেও একটু বাইরে থাকা শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee)। বিজেপি ছেড়ে তিনি ফের মমতামুখী। তৃণমূল কংগ্রেস (TMC) নেতারা মুখ টিপে হাসছেন। কানাঘুষো চলছে, সিঁদুর পরানো বান্ধবী বৈশাখীকে (Baisakhi Banerjee)  নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের ভাইফোঁটা নিতে আসার কথা।

বৃহস্পতিবার মমতার কালীঘাটের বাড়িতে পৌঁছোন শোভন। বৈশাখী বলেছেন, শোভন মমতাদির খুব আদরের। ভুল বোঝাবুঝির মেঘ কেটে গিয়েছে। ওঁদের দুজনের যে একটা টান ছিল সেটা আবার মজবুত হচ্ছে, এতে আমি খুশি।

রাজনৈতিক মহলের জল্পনা, দিদির হাত থেকে ফোঁটা নেওয়ার পর শোভনের তৃণমূলে ফেরার সম্ভাবনা জোরাল হল।

এদিন মমতার হাত থেকে ফোঁটা নিয়েছেন মুকুল রায়ও।পাশাপাশি ববি হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বকসি, ডেরেক ও’ব্রায়েনকেও ভাইফোঁটা দিয়েছেন মমতা।

রাজনৈতিক জীবনে শুরু থেকেই মুকুলকে গুরুত্ব দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় ধরে দলের সেকেণ্ড ইন কম্যান্ডের পদ সামলেছেন তিনি। মুকুলের বিজেপির যাওয়াতেই ভোটের অঙ্ক বদলে গিয়েছিল। এমনটা নিজেও জানেন মমতা। পরে শুভেন্দুরা দলবদল করলেও তৃণমূলের ভোটে বিরাট এফেক্ট পড়বে না সেটাও বুঝতে পেরেছেন তিনি৷ তাই মুকুল রায়কে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।