তৃণমূলে ঢুকতে যোগাযোগ করেছিলেন দিলীপ ঘোষ: বিস্ফোরক সৌগত রায়

পিঠের চামড়া দিয়ে জুতো তৈরির হুমকি দেওয়া দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদের (Sougata Roy) বিস্ফোরক দাবি, দিলীপ (Dilip Ghosh) ঘোষের লক্ষ্য ছিল তৃণমূলে ঢুকে পড়া। সৌগত…

পিঠের চামড়া দিয়ে জুতো তৈরির হুমকি দেওয়া দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদের (Sougata Roy) বিস্ফোরক দাবি, দিলীপ (Dilip Ghosh) ঘোষের লক্ষ্য ছিল তৃণমূলে ঢুকে পড়া।

সৌগত রায়ের মন্তব্যে শোরগোল পড়েছে। ঘটনার সূত্রপাত সৌগতবাবুর চামড়া দিয়ে জুতো বানানোর হুমকি প্রতিক্রিয়া থেকে। বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সৌগত রায় বুড়ো মানুষ হাঁটতে পারেন না। পিছনে যদি কুকুর ঘেউ করে তাহলে পড়ে যাবেন উনি। তিনি ডায়লগ মারছেন পিঠের ছাল গুটিয়ে পায়ের জুতো তৈরি করবেন।

দিলীপ ঘোষ আরও বলেন, আপনি সাবধান থাকুন কয়েকদিন পরে পিঠের ছাল, পায়ের জুতো কিছুই থাকবে না। সবে শুরু হয়েছে। উনি একজন অধ্যাপক। আর বাংলার অধ্যাপকের এই নমুনা? আমরা উল্টো-পাল্টা বললেই বলে কুকথা বলছে দিলীপ ঘোষ। এদের পুজো করব ফুল দিয়ে, জুতো পেটা করা উচিৎ।

আর সৌগত রায় বলেছেন, আমি ওনার বিষয়ে আমি কিছু বলতে চাইউ না। উনি ক্লাস এইট পাস, ফিটার মিস্ত্রি। ওকে জবাব দিলে প্রাধান্য দেওয়া হয়। এক বর্ণ ইংরেজি বলতে পারেন না। ওকে তো দল সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে। উনি নির্বাচনের আগে এবং নির্বাচনের মধ্যে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

বিজেপি নেতাদের সারদা ও নারদ মামলার সঙ্গে যুক্ত থাকার বিষয়ে দিলীপ ঘোষ বলেন, অনেক দলেই আছে। কাউকে আমরা ক্লিন চিট দিইনি। কাউকে রক্ষাও করবো না। যে অন্যায় করবে তাকে কোর্টের দ্বারে যেতে হবে। ভারতবর্ষের সংবিধান ও কোর্টের ওপর আমাদের ভরসা আছে। আজ হোক, কাল হোক, ন্যায় পাবে মানুষ। এটা ঠিক, যদি এত অপরাধ হতে থাকে, আর পুলিশ যদি অপরাধের সঙ্গে মিশে থাকে, তা হলে সমস্যার সমাধান হবে কোথা থেকে।