TMC: জওহর সরকার তৃণমূল ছেড়ে গেলে লাভই হবে: সৌগত রায়

রাজ্যজুড়ে চলছে সিবিআই ও ইডির জোড়া অভিযানের মাঝে নিজ দলের বিরুদ্ধেই সরব রাজ্যসভার সাংসদ জওহর সরকার। তিনি বলেন, এবার তৃণমূল ছাড়ার সময় এসে গেছে। এবার…

রাজ্যজুড়ে চলছে সিবিআই ও ইডির জোড়া অভিযানের মাঝে নিজ দলের বিরুদ্ধেই সরব রাজ্যসভার সাংসদ জওহর সরকার। তিনি বলেন, এবার তৃণমূল ছাড়ার সময় এসে গেছে। এবার তাঁকে কড়া ভাষায় আক্রমণ করলেন সাংসদ সৌগত রায়। তিনি বলেন, এরকম লোক আত্মকেন্দ্রিক।

সৌগত রায় বলেন, জওহর সরকার তৃণমূলে আছেন কেন? সাহস থাকলে পদত্যাগ করুন রাজ্যসভা থেকে। তাতে অবশ্য উনি লাকি। একটা সরকারি পেনশন পাচ্ছেন, রাজ্যসভারও পেনশন পাবেন। কিন্তু কমপক্ষে সুবিধাভোগটা বন্ধ করুন। নিজে বলছেন তো ছেড়ে দিন। উনি গেলে কিছু ক্ষতি হবে না। লাভই হবে। এরকম লোক আত্মকেন্দ্রিক। স্বার্থপর লোকের থাকা উচিত নয়।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সৌগত রায় বলেছেন, জওহর সরকার রাজ্যসভার সদস্য হওয়ার আগে কোনওদিন তৃণমূলের মিছিলে হাঁটেননি। উনি যখন দিল্লিতে তথ্য ও সম্প্রচারের সচিব ছিলেন, একটাও উপকার করেননি। যেই একটু দলের খারাপ সময় তখন সমালোচনা করে ছেড়ে দেওয়ার কথা বলবেন।

সাংসদ জওহর সরকার এর আগে নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বলেন, ঘটনাটা যখন দেখলাম তখন বিশ্বাস করতে পারিনি। কারও বাড়ি থেকে এত টাকা বেরোতে পারে ভাবতে পারিনি। পার্থবাবুকে তো শিক্ষামন্ত্রী হিসাবে দেখেছি। কথাও বলেছি অনেক বার। টিভিতে দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না। ও রকম ভদ্রলোকের ইমেজ! তিনি কার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন, তা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু দুর্নীতির টাকা দিয়ে তাঁকে অলঙ্কৃত করা। এটা দেখলে কী রকম গা শিরশির করে।