Mahua Moitra: রামনবমীতে সংঘর্ষের পর ‘জয় মা কালী’ লিখলেন তৃ়ণমূল সাংসদ

হাওড়ার শিবপুরে কাজিপাড়ায় রামনবমীর মিছিলে সংঘর্ষের ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে ফের কালী প্রসঙ্গ টেনে আনলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra)

MC MP Mahua Moitra addressing the media after a clash on Ram Navami

হাওড়ার শিবপুরে কাজিপাড়ায় রামনবমীর মিছিলে সংঘর্ষের ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে ফের কালী প্রসঙ্গ টেনে আনলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra)। কৃষ্ণনগরের সাংসদ লিখেছেন, “জয় মা কালী। বুদ্ধি দে মা। আমার দেশকে বাঁচা।”

হাওড়ার ঘটনায় সরব হয়েছে বিজেপি। লাগাতার ভিডিও ও ছবি প্রকাশ করে রাজ্য সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। এই পরিস্থিতিকে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে তুলনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই ঘটনা নিয়ে বিজেপিকে তীর্যক আক্রমণ করেছেন সাংসদ মহুয়া মৈত্র।

মহুয়া মৈত্রের প্রতিক্রিয়া, হিন্দুরা বিপন্ন এই ধারণা রাম নবমীর পর গোটা দেশজুড়ে তৈরি করতে উঠেপড়ে লেগেছে বিজেপি। ২০২৪ সাল অবধি এটা চলবে। বিদেশি শক্তি ভারতবর্ষকে নিশানা করছে—ইত্যাদি গোছের ব্যাপার এখন ধীরে চলছে। তাই পুরোপুরি হিন্দু কার্ডের উপর নির্ভরশীলতা দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার হাওড়ার শিবপুরে রামনবমীর মিছিল ঘিরে গোষ্ঠী সংঘর্ষ দেখা দেয়।শুক্রবারও চলে সংঘর্ষ। শনিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলে জানানো হয়েছে। এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজেপি ও তাদের একাধিক হিন্দু সংগঠন যুক্ত একইসঙ্গে পুলিশের গাফিলতির কারণে বিষয়টি বিরাট আকার নিয়েছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।