বিরোধী জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সঙ্গে পাটনা যাচ্ছেন দলটির সাধারণ সম্পাদক অভিষেক।
জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট নিয়ে দলগত রিপোর্টে নিশ্চিন্ত টিএমসি নেত্রী। তবে একাধিক জেলায় বেশকিছু পঞ্চায়েত হাতছাড়া হবে বলেও বার্তা পেয়েছেন তিনি। এর পরেও শাসকদল মনে করছে সব জেলা পরিষদই তাদের দখলে থাকবে।
পঞ্চায়েত ভোটের তীব্র গরম হাওয়ার মাঝে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটের প্রথম সম্মিলিত বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর। এই বৈঠকে কংগ্রেসের তরফে বৈঠকে উপস্থিত থাকছেন রাহুল গান্ধী। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে বিজেপি বিরোধী শিবিরের এই বৈঠক হচ্ছে।
বিজেপি বিরোধী শিবিরকে একজোট করতে এর আগে নবান্নে এসেছিলেন নীতীশ। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও নীতীশের সঙ্গে নবান্নে এসেছিলেন।
রাজনৈতিক মহলের বিশ্লেষণ ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য বিজেপি-র ক্ষমতায় আসা আটকাতে চেষ্টা চালাচ্ছে বিরোধী শিবির। উল্লেখ্য, ২০২১ সালে বাংলায় তৃতীয় বার ক্ষমতায় আসার পর মমতাই প্রথম বিজেপি বিরোধী শিবিরকে একজোট করার বার্তা দেন। সেই সময় মমতার সঙ্গে দিল্লি গিয়েছিলেন অভিষেক এবং বাংলায় তৃণমূলের নির্বাচনী কৌশলের দয়িত্বে থাকা ভোটকুশলী প্রশান্ত কিশোর। সেখানে সনিয়া গাঁধী, রাহুল, লালুপ্রসাদ, শরদ পওয়ার, আনন্দ শর্মাদের সঙ্গে বৈঠক করেন।
সম্প্রতি নবান্ন থেকে ঘুরে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মানও।বৃহস্পতিবার পাটনায় পৌঁছে লালুপ্রসাদের সঙ্গে দেখা করবেন মমতা-অভিষেক।