Mamata Banerjee: অনিল বিশ্বাসের পরিবার ঘিরে মমতার ‘রাজনৈতিক স্টান্টবাজি’

তখন ভরা বাম জমানা। সেই জমামায় বামফ্রন্টের মৃত্যুঘণ্টা বাজিয়েছিলেন মমতা। সেই উদ্যোগ সফল হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক স্টান্ট নিয়ে তৎকালীন সিপিআইএমের রাজ্য সম্পাদক…

Mamata Banerjee: অনিল বিশ্বাসের পরিবার ঘিরে মমতার 'রাজনৈতিক স্টান্টবাজি'

তখন ভরা বাম জমানা। সেই জমামায় বামফ্রন্টের মৃত্যুঘণ্টা বাজিয়েছিলেন মমতা। সেই উদ্যোগ সফল হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক স্টান্ট নিয়ে তৎকালীন সিপিআইএমের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস বলেছিলেন মমতার রাজনৈতিক আকর্ষণ চমকপ্রদ। অনিল প্রয়াত। অনিল কন্যা অজন্তা সিপিআইএমের সংযোগ ছিন্ন করে তৃ়ণমূলমুখী বলেই তীব্র চর্চা।

Mamata Banerjee: অনিল বিশ্বাসের পরিবার ঘিরে মমতার 'রাজনৈতিক স্টান্টবাজি'

অজন্তাকে স্নেহ করেন মমতা! সেই স্নেহ  রবিবার ব্রিগেডের জনগর্জন সভায় তীব্র রাজনৈতিক বর্ষণ তৈরি করবে বলেই চর্চা চলছে। তৃণমূলের অন্দরে আলোচনা, ব্রিগেডের সভা থেকে দলনেত্রী লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করতে পারেন।

তৃণমূলেই চর্চা,আজই নিয়ম ভাঙতে পারেন মমতা বন্দ্যেপাধ্যায়। তিনি বরাবর তাঁর বাড়ির দলীয় কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। সেই নিয়ম ভেঙে ব্রিগেডের জনসভা থেকে তিনি প্রার্থীদের নাম বলতে পারেন। এই তালিকায় সিপিআইএম ত্যাগ করা অজন্তা বিশ্বাসের নাম নিয়ে প্রবল চর্চা চলছে। এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব নীরব। জানা যাচ্ছে ‘অজন্তা কেস’ নিজে হ্যান্ডেল করছেন মমতা। লোকসভা ভোটে অজন্তা বিশ্বাসকে টেক্কা কার্ড করতে পারেন মমতা বলেই তীব্র চর্চা।

Advertisements

তৃণমূল সূত্রে খবর, আরও কিছু বিজেপি বিধায়ক যোগাযোগ রাখছেন। রাজ্যে বাম জমানায় সর্ববৃহত দলত্যাগের ঘটনাটি ছিল কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেরিয়ে যাওয়া। তাঁর নেতৃত্বে  তৃণমূল কংগ্রেস গঠিত হয়। দলে দলে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান শুরু হয়।

বাম জমানার পর তৃ়নমূল ও বিজেপির মধ্যে দলত্যাগ-যোগদান-দলত্যাগ প্রক্রি়শা মূলত চলেছে। এই তালিকায় তীব্র আলোচিত বাম মুখ হয়েছিলেন বামফ্রন্ট জমানার মন্ত্রী রেজ্জাক মোল্লা। পরে বাম সাংসদ ঋতব্রত ব্যানার্জি আসেন তৃ়নমূলে।  এবার কে?  খোদ অনিল বিশ্বাসের পরিবার ঘিরে মমতার ‘রাজনৈতিক স্টান্ট’ ঘুরপাক খাচ্ছে।