Panchayat Panchali: পঞ্চায়েত ভোটে রিজার্ভ বেঞ্চ থেকেই গোল করবে কেষ্ট

TMC leader Anubrata Mondal

Panchayat Panchali: মমতার ক্যাবিনেটে তাঁর জায়গা হয়নি। বলা ভালো, প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন কেষ্ট। বীরভূম সহ বাংলায় তৃণমুলের প্রথম একাদশেই খেলেছেন তিনি। কিন্তু একাধিক মামলায় জর্জরিত হলুদ কার্ড দেখে ইডি থেকে পুলিশ হেফাজতে৷ অনেক চেষ্টা করে কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ইডি। আদালতও অনুমতি দিয়েছিল। শেষ মুহুর্তে পুলিশি অভিযোগের ভিত্তিতে এখন হোম গ্রাউন্ডে ফিরে এসেছেন কেষ্ট।

Advertisements

গরুপাচার মামলায় ১১ অগাস্ট অনুব্রতকে গ্রেফতার করেছে সিবিআই। এরপর ইডিও তাঁকে হেফাজতে নিয়েছে। দীর্ঘ সময় ধরে টানাপোড়েনের কারণে তাঁর ঠিকানা ছিল আসানসোলের সংশোধনাগার। কখনও এজলাসে বসে আবার কখনও জেলে বসে ঘুটি সাজিয়েছেন তিনি। পঞ্চায়েতের নির্বাচনে কী করা দরকার? সেটারই ব্লু প্রিন্ট তৈরি করেছেন কেষ্ট। এমনকি কর্মীদের বাতলে দিয়েছে কী করতে হবে? যা কোনও হিট মুভির থেকে কম কিছু নয়।

নামে কেষ্ট হলেও তিনি যে অসাধারণ খেলোয়াড় সেটা প্রমাণ করতে বাকি নেই৷ সেই কারণেই সতীর্থর করা মামলাতেই আর জামিন চাইলেন না অনুব্রত। বরং শিবঠাকুরই নিজের রাজনৈতিক জীবন আত্মবলিদান করে নিজেকে বাঁচিয়েছেন। তবে কী পঞ্চায়েত নির্বাচনে নিজ ভূমে ফিরবেন কেষ্ট? গত কয়েকদিন ধরে চলা এই হেডলাইনের আজ উত্তর মিলেছে। আপাতত ৭ দিন। তার মধ্যে কী ইডি বিশেষ পরিকল্পনা নেবে? এই প্রশ্ন এখন নতুন করে মাথাচাড়া দিয়েছে।

Advertisements

তবে পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহুর্তে প্রশ্ন, ময়দানে নামবেন কেষ্ট? এর আগে একাধিক মামলায় সিবিআইয়ের হাজিরা কৌশলে এড়িয়ে গেছেন অনুব্রত। সেই ধরনের কৌশল কী পঞ্চায়েত নির্বাচনের আগে করবেন? লাখ টাকার এই প্রশ্নের উত্তর অবশ্য অতীতেই মিলেছে। কমিশন নজরবন্দী করলেও বারবার সারথীর আসনে বসে দলের নেতাদের সুনির্দেশ দিয়েছেন তিনি। সেটা নতুন কিছু নয়৷

রাজনৈতিক মহলের প্রশ্ন, কেষ্টকে গ্রেফতারের পর বীরভূমে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি বিরোধী দলগুলিকেও। কেষ্ট মণ্ডলের কড়া প্রতিদ্বন্দ্বি দুধকুমার মণ্ডল নিজেকে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছেন৷ তাঁর দেখাদেখি কর্মীরাও এখন বসে রয়েছেন৷ রামচন্দ্র ডোমের নেতৃত্বে বামেরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সেটা নজরে আসছে না। এটাতেই কিছুটা নিশ্চিন্ত ঘাসফুল শিবির। একেবারে রিজার্ভ বেঞ্চ থেকেই ঘুটি সাজিয়ে খেলা দেখতে চান তিনি।