Monday, December 8, 2025
HomeWest BengalNorth BengalCoochbehar: মন্ত্রী পরেশের 'দুর্নীতি'র কারণে বিব্রত তৃণমূল, জনসংযোগের দায়িত্বে উদয়ন

Coochbehar: মন্ত্রী পরেশের ‘দুর্নীতি’র কারণে বিব্রত তৃণমূল, জনসংযোগের দায়িত্বে উদয়ন

- Advertisement -

মেয়ের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে কোচবিহারের (Coochbehar) মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারীর নাম দুর্নীতিতে নাম জড়িয়েছে। ফলে এই জেলায় জনসংযোগ করতে গিয়ে বিরাট অস্বস্তিতে পড়তে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে (TMC)। বাড়তি দায়িত্ব নিয়ে মাঠে নামতে হচ্ছে জেলার দুই বিধায়ককে।

জনসংযোগের জন্য মাঠে নামছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha) এবং সিতাইয়ের বিধায়ক জগদীশ বসুনিয়া। উদয়ন নিজে বিতর্কিত আবার প্রভাবশালী।
কোচবিহারে তৃণমূল কংগ্রেস প্রবল গোষ্ঠিকোন্দলে জর্জরিত। তবে বিরোধী বিজেপির হাল আগের চেয়ে আরও খারাপ। তুলনায় কিছুটা সংঘবদ্ধ বামফ্রন্ট।

   

বিধানসভা নির্বাচনে জেলায় মাত্র দুটি আসন পেয়েছিল শাসক দল৷ দুটি হল মেখলিগঞ্জ এবং সিতাই। পরে মেখলিগঞ্জের বিধায়ক পরেশ পালকে মন্ত্রী করা হয়৷ গুরুত্ব পাননি তৃণমূলের তিনবারের বিধায়ক জগদীশ। পরে উপনির্বাচনে দিনহাটা আসনটি ফিরে পায় তৃণমূল৷

বিধানসভায় তিনবার সরকার গড়ার পর কোতবিহারের রাজভবন ছবি ঘুরতে শুরু করছে। বিজেপির ভিত খুবই নড়বড়ে। এর মাঝে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় পরেশ অধিকারী জড়াতেই চিন্তিত তৃণমূল শিবির। অভিযোগ, নিজের প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে পরেশের বিরুদ্ধে।

কোচবিহারের জনসংযোগে নেমে তৃণমূলের মন্ত্রীর দুর্নীতির বিষয়টিকে সামনে রেখে বুথ বুথে প্রচার শুরু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। এই ইস্যুতেই কোচবিহার থেকে ঘুরে দাঁড়াতে চাইছে বামফ্রন্ট।

এদিকে সিবিআই জেরার পর কোচবিহারে ফিরে পরেশ জানিয়েছিলেন, দল তাঁর পাশে রয়েছে। কলকাতার নেতাদের তরফেও এই বার্তা মিলেছে। কিন্তু পরেশের কার্যকলাপে কোচবিহারের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া।

তৃণমূল সূত্রে খবর, মানুষের মধ্যে আস্থা ফেরাতে এখন দলের ভরসা বাকি দুই বিধায়ক উদয়ন এবং জগদীশ। ৩০ মে দিনহাটায় বড় জমায়েতের ডাক দিয়েছেন উদয়ন। অন্যদিকে, একাধিক কর্মসূচির মাধ্যমে মানুষের কাছ থেকে আস্থা ফেরাতে চাইছেন জগদীশ৷ যদিও দুই বিধায়কের মন্তব্য দলের রুটিনমাফিক কর্মসূচি। এর সঙ্গে অন্য কিছুর যোগ নেই।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular