ফের খবরের শিরোনামে মহুয়া মৈত্র। তৃণমূলের লোকসভা নির্বাচনের প্রার্থীকে নিয়ে জোড় চর্চা। ‘বিজেপির দরজা খোলা আছে। না এলে তিহার জেলে।’ ইডির ডাককে থোরাই কেয়ার করে ফেসবুককে পোস্ট করেন মহুয়া মৈত্র। তিনি স্পষ্ট করেই বলেন, ‘আমাদের যেমন মহিলা সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, যুব সংগঠন আছে। বিজেপির ইডি সিবিআই আছে। আমরা যেমন রোজ সকালে উঠে পুজো পরি ওরা কেস ফাইল করে। এতে আমার বিন্দুমাত্র যায় আসে না।’ এবার এর পাল্টা দিলেন বিজেপির শমীক ঘোষ (Shamik bhattacharyya)।
তিনি বলেন, মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই তিনি সংসদ সদস্যপদ হারিয়েছেন। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে তিনি কম্প্রোমাইজ করেছেন– এটা অত্যন্ত বিপজ্জনক অভিযোগ। আজকে তাঁর বিরুদ্ধে যদি তদন্ত হয় তাহলে হবে। গোটা দেশবাসী সেই তদন্তকে সমর্থন করবে।’
তিনি আরও বলেন, ‘দুঃখজনক ব্যাপার হল নিজের ভুল বুঝে রাতে দুঃস্বপ্ন দেখছেন। তিহার জেল তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। আর তাঁর জন্য তিনি এই বিবৃতি দিচ্ছেন। এই বিবৃতির সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। বিবৃতির সঙ্গে সম্পর্ক আছে মহুয়া মৈত্রের কৃতকর্মের ও পাপের।’
অন্যদিকে, নিজের নির্বাচনী এলাকায় রীতিমতো প্রচার শুরু করে দিয়েছেন মহুয়া মৈত্র। তাঁর প্রচারসভাকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহও দেখা যাচ্ছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রর পক্ষে জনসভা করেছেন কৃষ্ণনগরের মাটিতে। মহুয়া নিজেও আশাবাদী। তবে কৃষ্ণনগরের মানুষ ভোটবাক্সে কাকে বেছে নেয় সেটাই এখন দেখার।