মহিলারা ইদানিং যে জামাকাপড় পরছেন সেটা যদি নোংরা হয় তবে সেই মহিলাকে দেখতে (surpanakha) শূর্পণখার মতো হয়। বিজেপির (BJP) সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য নিয়েই এখন তেতে উঠেছে রাজনীতি।
উল্লেখ্য এর আগে কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরীকে কটাক্ষ করতে গিয়ে ‘শূর্পণখা’ মন্তব্য সংসদে করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।
ইন্দোরে হনুমান জয়ন্তী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ বিজেপির সাধারন সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় মহিলাদের সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেন, ‘ঈশ্বর তোমাদের সুন্দর শরীর দিয়েছেন। ভাল পোশাক পরো। দয়া করে আপনার সন্তানদের শেখান। আমি খুবই বিব্রত। সেই সব মেয়েদের দেখতে একদম শূর্পণখার মতো লাগে।’
তিনি বলেন,‘রাতে যখন আমি বাইরে বের হই তখন প্রায়ই দেখি যুবক যুবতীরা মত্ত অবস্থায় রয়েছে। তখন আমার মনে হয় তাঁদের ভদ্রতা সভ্যতা শিখিয়ে পাঁচ সাতটা কষিয়ে থাপ্পড় মেরে দিই।’
এদিকে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। তবে পশ্চিমবঙ্গ বিজেপি নীরব। দলেরই সাধারণ সম্পাদকের মন্তব্য নিয়ে সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নীরব।
তবে বিজয়বর্গীর মন্তব্যে একাধিক মহিলা সংগঠন প্রতিবাদ জানিয়েছে। তেমনই তৃ়নমূল কংগ্রেস, সিপিআইএম, কংগ্রেস সহ বিভিন্ন দল সরব হয়েছে।