‘রাজ্যে বিজেপির সাংগঠনিক অবস্থা অতি করুণ’। প্রবীন বিজেপি নেতা তথাগত রায়ের এমন দাবিতে বঙ্গ বিজেপির (BJP) অভ্যন্তরে শোরগোল। তথাগত রায় সরাসকি তাঁর রসাত্মক বচনে ফের নিজ দলের গোপন কথা তুলে ধরেছেন।
পঞ্চায়েত ভোটের আগে বিরোধী দলের সাংগঠনিক হাল নিয়ে তথাগত রায় লিখেছেন, “সবাই জানেন পশ্চিমবঙ্গ বিজেপির সাংগঠনিক অবস্থা অতি করুণ। আদর্শের টানে যাঁরা পার্টি করতেন তাঁদের বসিয়ে রেখে সিপিএম ও তৃণমূল থেকে আসা কিছু ভূইঁফোড়কে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে।”
তিনি নিশানা করেছেন বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব ও রাজ্য বিজেপির নেতাদের। তথাগত রায় লিখেছেন, “২০২১ সালে বিপর্যয় ডেকে এনেছিল যে KDSA গ্যাং তাদেরই এক গরুর-দুধে-সোনা নেতা !”
তথাগত রায়ের শক্তিশেল খেয়ে নীরব বঙ্গ বিজেপি। জানা যাচ্ছে, নেতারা বিষয়টি নিয়ে নীরব থেকে উপেক্ষারের পন্থা নিয়েছেন। তবে দলীয় সংগঠন যে দূর্বল তা স্বীকার করছেন বিজেপি নেতারা। তাঁদের বক্তব্য, গত পুরভোট থেকে দল দূর্বল হতে শুরু করেছে। দ্রুত সে জায়গা নিয়েছে সিপিআইএম। পঞ্চায়েত ভোটেও ফলাফল বিজেপির পক্ষে ভালো হবেনা বলেই মনে করছেন তথাগত রায়।