বিদ্যুৎ না থাকেলও ঠান্ডা থাকবেন আপনি, প্রকাশ্যে এলো নতুন সোলার ফ্যান

গ্রীষ্মকালে পাওয়ার কাট খুবই সাধারণ একটু সমস্যা। আর এই গরমে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়লে কষ্টের শেষ থাকে না ইতি মধ্যেই বাংলা তাপমাত্রা ছুঁয়েছে ৪৫ ডিগ্রি।…

Solar fan which runs without electricity

গ্রীষ্মকালে পাওয়ার কাট খুবই সাধারণ একটু সমস্যা। আর এই গরমে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়লে কষ্টের শেষ থাকে না ইতি মধ্যেই বাংলা তাপমাত্রা ছুঁয়েছে ৪৫ ডিগ্রি। অন্যদিকে আপনার এলাকায় যদি বিদ্যুৎ যাওয়ার সমস্যা নাও থাকে তাহলে ঝড় বৃষ্টিতে একবার হলেও পাওয়ার কাট হয়।

অন্যদিকে যদি বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়া কিংবা ট্রান্সফরমার পুড়ে যাওয়ার মত ঘটনা ঘটে তাহলে তো কথাই নেই। বিদ্যুৎ যে কখন এসে উপস্থিত হবে সেটা আমরা কেউই বলতে পারি না। তবে এই গরমের হাত থেকে মুক্তি পেতে অনেকই কুলার কিংবা এসি কিনে আনেন। কিন্তু বেশিরভাগ মধ্যবিত্ত বাড়িতে এই দুই যন্ত্রই মেলেনা।

আর কষ্ট করে কুলার কিংবা এসি কিনে আনলেও বিদ্যুৎ না থাকলে কোন কাজেই লাগে না। যদি কথা বলি ইনভার্টারের তাহলে কোনভাবেই এই দুই যন্ত্র ইনভার্টারের সাহায্যে চলতে পারে না। তাই আজ এমন একটি ফ্যানের কথা বলব যা চলবে বিদ্যুৎ ছাড়াই। Samest 12 volt DC, ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট flipkart এই ফ্যানটি প্রকাশ্যে এনেছে।

যার মধ্যে রয়েছে একটি সোলার প্যানেল অর্থাৎ সূর্যের আলোতে নিজের ব্যাটারি চার্জ করবে ফ্যান এবং কারেন্ট চলে গেলে খুব সহজেই আপনি এই ফ্যানটি চালিয়ে নিতে পারেন। যার দাম রাখা হয়েছে মাত্র ৩২৯ টাকা অর্থাৎ মধ্যবিত্তের একদম নাগালের মধ্যে। আর ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে কারণ এত কম দামে যদি কোন সংস্থা ফ্যান দেয় তাহলে সাধারণ মানুষ যে ফ্যান কিনতে ঝাঁপিয়ে পড়বে সেটা আমাদের সকলেরই জানা।