শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিস্ফোরক তথ্য অমিতের হাতে দিলেন শুভেন্দু

দিল্লিতে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে বিস্ফোরক মন্তব্য করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

তিনি বলেন, ‘তৃণমূল নেতা-নেত্রী সহ ১০০ জনের নাম জমা দিয়েছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। ৪ বিধায়কের লেটারপ্যাড সহ বিভিন্ন তথ্যপ্রমাণ জমা দিয়েছি।’

   

মঙ্গলবার শুভেন্দু অমিত শাহের সঙ্গে টুইটারে একটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, ‘মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করা আমার জন্য সম্মানের বিষয়। আমি তাকে জানিয়েছি যে কীভাবে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মতো দুর্নীতিমূলক কর্মকাণ্ডে সম্পূর্ণভাবে জড়িত।
তাকে যত তাড়াতাড়ি সম্ভব সিএএ কার্যকর করার জন্যও অনুরোধ করেছি।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন