Suvendu Adhikari: কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর দাবিতে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

দোড়গোড়ায় নির্বাচন‌। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। আগামী বছরের শুরুতেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন। তবে কমিশনের ঘোষণার আগে থেকেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী…

suvendu adhikari

দোড়গোড়ায় নির্বাচন‌। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। আগামী বছরের শুরুতেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন। তবে কমিশনের ঘোষণার আগে থেকেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। এবারের পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে করানোর দাবিতে সোমবার জনস্বার্থ মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা। 

প্রসঙ্গত, গতবারের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। শাসকদলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছিল। তখন শাসক দলের মন্ত্রীপদে ছিলেন শুভেন্দু। কিন্তু এখন দলবদল করে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন। পঞ্চায়েত নির্বাচন যাতে অবাধ এবং সুষ্টুভাবে হয়, তাই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন করার দাবি তোলা হচ্ছে বলে জানিয়েছেন শুভেন্দুর আইনজীবী। 

সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়। এদিন দ্রুত শুনানির জন্য আর্জি জানান শুভেন্দুর আইনজীবী। কিন্তু কমিশন এবং রাজ্যকে একদিনের সময় দেওয়া হয়েছে। তাই মামলার শুনানি হবে আগামিকাল সকালে। 

উল্লেখ্য, শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচন নয়। চলতি বছরের পুরসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা। একাধিক জায়গায় শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন থেকেই পঞ্চায়েত নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হয়েছিল বিজেপি। এখন কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল। 

রাজনৈতিক মহলের ধারণা, একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রচার অভিযানে নামতে চায় বিজেপি। সেদিক থেকে বেজায় অস্বস্তিতে পরতে পারে শাসক দল। তার ওপর আদালতের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুমতি মিললেই সেই কাজ আরও সহজ হবে।