Subhendu Adhikary: নিশীথের হয়ে কোচবিহারে ভোটপ্রচারে শুভেন্দু

নিশীথ প্রামাণিকের হয়ে ভোটপ্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। তিনি এবার কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে টিপিল মার্জিনে জেতানোর আর্জি রেখেছেন জনতার কাছে। উত্তরবঙ্গে…

Subhendu Adhikary

নিশীথ প্রামাণিকের হয়ে ভোটপ্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। তিনি এবার কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে টিপিল মার্জিনে জেতানোর আর্জি রেখেছেন জনতার কাছে। উত্তরবঙ্গে ব্যাপক ঝড়ে বিপর্যস্ত জনজীবন। বিরোধী দলনেতা আহতদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, ফটো তুলতে এসেছেন মমতা। প্রসঙ্গত উল্লেখ্য কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে বিশেষ বিমানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ মমতার সেই সফর নিয়েই কটাক্ষ করলেন শুভেন্দু।

কোচবিহারে আজ বিজেপির জনসভা থেকে তিনি নিশীথ প্রামাণিকে জেতানোর ডাক দেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী সরকারি মিটিংয়ে অংশ নিয়েছে নিশীথ প্রামাণিক। সেজন্য তিনি কোচবিহারবাসীকে নিশীথকে ভোট দেওয়ার অনুরোধ করেছেন। শুভেন্দু বলেন, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি হয়ে কোচবিহারে চলাফেরা করেন তিনি। নিশীথকে বিপুল ভোটে জয়ী করে দিল্লি পাঠাতেই হবে।

লোকসভা ভোটে মুখে বিজেপি-তৃণমূলের লড়াই লেগেই রয়েছে। তৃণমূল নেতা উদয়ন গুহর সঙ্গে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের প্রকাশ্য বিরোধের ছবি সামনে আসে। দুই দলের লড়াইয়ের মাঝে কোচবিহারের সাধারণ মানুষ কাকে ভোট দেবে? তারা কি নিশীথ প্রামাণিককে লোকসভা ভোতে জয়ী করে আবার দিল্লিতে পাঠাবেন– সেটাই এখন দেখার।