পদপিষ্টের ঘটনায় গভীর ষড়যন্ত্র! আদালতে বিজয়

চেন্নাই, ২৮ সেপ্টেম্বর ২০২৫: তামিলনাড়ুর রাজনৈতিক মহলে  নতুন ঝড়  (India Politics)। অভিনেতা-রাজনীতিবিদ জয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেত্ত্রি কঝগম (টিভিকে) করুরের জনসভায় পদপিষ্ট হওয়ার ঘটনায় ‘বিশাল ষড়যন্ত্র’…

India Politics thalapathy vijay

চেন্নাই, ২৮ সেপ্টেম্বর ২০২৫: তামিলনাড়ুর রাজনৈতিক মহলে  নতুন ঝড়  (India Politics)। অভিনেতা-রাজনীতিবিদ জয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেত্ত্রি কঝগম (টিভিকে) করুরের জনসভায় পদপিষ্ট হওয়ার ঘটনায় ‘বিশাল ষড়যন্ত্র’ এর অভিযোগ তুলে মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেছে। গত শনিবার করুর ভেলুমচাম্পুরামে টিভিকে-র জনসভায় স্ট্যাম্পেডে ৩৯ জনের মৃত্যু এবং ডজনখানেক আহত হওয়ার ঘটনা তামিলনাড়ুর রাজ্য রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ধরণের ঘটনাতে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন টিভিকে প্রধান থালাপতি বিজয়।

Advertisements

টিভিকে হাইকোর্টে আবেদন করেছে যে এটি কোনো দুর্ঘটনা নয়। এই ঘটনা বিরোধী রাজনৈতিক দলগুলির ষড়যন্ত্রের ফল। আদালত থেকে স্বাধীন তদন্তের দাবি জানানো হয়েছে। যা রাজ্য সরকারের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। করুর জনসভায় টিভিকে প্রধান বিজয়ের বক্তৃতার সময় হঠাৎ ভিড় অস্থির হয়ে ওঠে।

   

জানা গিয়েছে অনুমতিপ্রাপ্ত ১০ হাজারের বদলে ৩০-৩৫ হাজার লোক উপস্থিত ছিল। বিজয়ের আসতে দেরি হওয়ার কারণে ভিড় অধৈর্য হয়ে মঞ্চের দিকে ছুটে যায়, যার ফলে ব্যারিকেড ভেঙে পড়ে এবং স্ট্যাম্পেড শুরু হয়। মৃতদের মধ্যে ৮ জন শিশু এবং ১৬ জন নারী অন্তর্ভুক্ত, যা ঘটনাকে আরও মর্মান্তিক করে তুলেছে। মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন সোমবার সকালে করুরে পৌঁছেছেন এবং উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্টালিন তাঁর দুবাই সফর বাতিল করে ঘটনাস্থলে গিয়েছেন। রাজ্য সরকার অবিলম্বে অবসরপ্রাপ্ত বিচারপতি আরুণা জগদীশনের নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে তদন্তের জন্য।

টিভিকে-র আবেদনে অভিযোগ করা হয়েছে যে, এই ষড়যন্ত্রের পিছনে রাজ্য পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক দলগুলির হাত রয়েছে। তারা আরও দাবি করেছে, পুলিশ অনুমতি দিলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি এবং ইচ্ছাকৃতভাবে ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা ঘটানো হয়েছে। জয়ের বিরুদ্ধে রাজনৈতিক ঈর্ষা এবং টিভিকে-র উত্থান রোধ করার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ।

আবেদনে বলা হয়েছে, “এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আঘাত। স্বাধীন তদন্ত ছাড়া সত্য উন্মোচিত হবে না।” টিভিকে আরও দাবি করেছে যে, পূর্বের তিরুচিরাপল্লিতে একটি জনসভায় একজনের মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নেওয়া না হওয়ায় এমন ট্র্যাজেডি ঘটেছে। মাদ্রাজ হাইকোর্টের পূর্ববর্তী পর্যবেক্ষণ এখানে গুরুত্বপূর্ণ।

প্যালেস্টাইনে মত্ত বিশ্ব! নাইজেরিয়ায় ইসলামিক কট্টরপন্থীদের হাতে খুন ৫ লক্ষ

গত সপ্তাহে টিভিকে-র একটি আবেদন শুনানিতে আদালত রাজনৈতিক দলগুলির জনসভায় নিরাপত্তা ব্যর্থতা নিয়ে সতর্ক করে বলেছিল, “যদি কোনো অঘটন ঘটে কে দায় নেবে? শিশু, বৃদ্ধ এবং প্রতিবন্ধীদের উপস্থিতি নিশ্চিত করলে তাদের নিরাপত্তা গ্যারান্টি দিতে হবে।” আদালত রাজ্য সরকারকে সকল দলের জনসভার জন্য একই নিরাপত্তা নিয়ম প্রণয়নের নির্দেশ দিয়েছিল। এই সতর্কতা সত্ত্বেও ঘটনা ঘটায় আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। টিভিকে-র আবেদন শুনানির তারিখ এখনও ঘোষিত হয়নি, কিন্তু এটি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।