SSC Scam: মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে শিলিগুড়িতে সিপিআইএমের মহামিছিল

রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) সিপিআইএমের আন্দোলনে আরও জোর মাত্রা পেল৷ দুর্নীতিগ্রস্থ তৃণমূল সরকারের অপসারণ চেয়ে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে…

Cpm protest Rally In Siliguri as Partha Chatterjee Arrested By Ed

রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) সিপিআইএমের আন্দোলনে আরও জোর মাত্রা পেল৷ দুর্নীতিগ্রস্থ তৃণমূল সরকারের অপসারণ চেয়ে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করল সিপিআইএম।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের নেত্বত্বে উত্তরের অলিখিত রাজধানী শিলিগুড়ি রাজপথে হাঁটল সিপিআইএম সমর্থকরা৷ শনিবার শিলিগুড়ির হিলকোর্ট রোডের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে মিছিলটি বেরিয়ে হাসমিচক এবং সেবক মোড় হয়ে অনিল বিশ্বাস ভবনের সামনে এসে শেষ হয়।

এই মিছিলে অংশগ্রহণ করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার সহ অন্যান্যরা। মিছিলে অশোক ভট্টাচার্য জানান তৃণমূলের আসল রূপ এখন সবাই দেখে নিয়েছে, মানুষের কষ্টের টাকা তৃণমূল গিলে ফেলছে। আর মুখ্যমন্ত্রী নিজে সব জেনেও চুপচাপ বসে আছেন। নিজে লক্ষীর ভান্ডার এবং ভাতা দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে নিচ্ছেন। আর মুড়ি নিয়ে নাটক করছেন। তবে এবারে তৃণমূল কংগ্রেস দলটা একেবারেই শেষ হয়ে যাবে। সেই দিন চলে এসেছে।

জীবেশ সরকার জানান সরকার চালাচ্ছে বলে যা খুশী তাই করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। মানুষ এটা মেনে নেবে না। মুখ্যমন্ত্রীকে এর ফল ভুগতে হবে। উল্লেখ্য, শনিবার ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার প্রায় ২৭ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তল্লাশি চলে তাঁর বাড়ি ও অফিসে। ইডির আধিকারিকরা জানান তদন্তে সহযোগিতা করছিলেন না তিনি। শনিবার সকাল ১০টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।