বঙ্গ বিজেপিতে বিরাট ধস নামতে চলেছে। রাখ ঢাক না করেই দলবদলুদের নিয়ে ইঙ্গিত দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তিনি নিজেও বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।
সোমবার শ্যামনগরে তৃণমূলের সাংগঠনিক সভা থেকে অর্জুন সিং জানিয়েছেন, অনেক বিজেপি সাংসদ ওনার সঙ্গে যোগাযোগ রাখছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের বলেন,দরজা খুলে দিলে বিজেপি দলটাই উঠে যাবে।
কারা কারা আসতে চলেছেন তৃণমূল কংগ্রেসে,উঠছে এই প্রশ্ন। সূত্রের খবর, অর্জুন সিং অনেকের সঙ্গে যোগাযোগ করছেন। এই তালিকায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, খগেন মুর্মু আছেন। আছেন প্রাক্তন সাংসদ অনুপম হাজরা।
অর্জুন সিংয়ের তালিকায় বিজেপির মন্ত্রীদের নাম রয়েছে। এরা হলেন শান্তনু ঠাকুর, জন বার্লা এবং নিশীথ প্রামাণিক। এই তিনজনেই তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে মন্ত্রীপদ পেয়েছেন। তবে তিনজনই উড়ুউড়ু বলে জানা যাচ্ছে।
অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসার পরই রাজ্য বিজেপিতে ধস আরও নামার ইঙ্গিত এসেছে। পরিস্থিতি মোকাবিলায় বিজেপি তথৈবচ। পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় নেমেছে ধস।সোমবার শ্যামনগরের সাংগঠনিক সভা থেকে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেছেন আরও ধস নামবে বিজেপি শিবিরে।