Sayan Banerjee: সাংবাদিকরা আমাদের চাকরবাকর নন, প্রাক্তন বিচারপতিকে খোঁচা আইনজীবীর

গতকাল এক টিভি সাংবাদিকের ওপর বেজায় ক্ষেপে যান বিজেপির তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। টিভি চ্যানেল থেকে তাঁকে ফোন করা হলে, তিনি কোনও কথা না শুনে…

Sayan Banerjee

গতকাল এক টিভি সাংবাদিকের ওপর বেজায় ক্ষেপে যান বিজেপির তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। টিভি চ্যানেল থেকে তাঁকে ফোন করা হলে, তিনি কোনও কথা না শুনে সরাসরি সেই চ্যানেলের এডিটরকে ‘দালাল’ বলে অভিহিত করেন। সঞ্চালক বিজেপি প্রার্থীর কাছে প্রশ্ন রাখতে চাইলেও তিনি অনর্গল কটু কথা বলে যান। প্রাক্তন বিচারপতির এই আচরণে রীতিমতো তাজ্জব বনে যান সেই সঞ্চালক। ঘটনার জেরে অভিজিৎকে খোঁচা দিলেন সায়ন বন্দ্যোপাধ্যায় (Sayan Banerjee)।

ঘটনার ফুটেজ দলীয় ফেসবুক পেজ থেকে শেয়ার করে তৃণমূল কংগ্রেস। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি kolkata24x7. অন্যদিকে প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীর এই মন্তব্যকে কটাক্ষ করলেন তমলুকের বাম মনোনীত প্রার্থী তথা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘অত্যধিক গরম পড়েছে তাই কারও কারও মাথা গরম হয়ে যাচ্ছে। বাতাসা আর ঠাণ্ডা জল খেয়ে বলছি মাথা ঠান্ডা রাখুন। প্রচণ্ড গরম পড়েছে মাথা ঠান্ডা রাখতে হবে। মানুষকে মানুষ হিসেবেই ট্রিট করতে হবে। আমি ভোটে দাঁড়িয়েছি তাঁর মানে এই নয় আমি বিশাল বড় জমিদার হয়ে গেছি আর সাংবাদিকরা আমাদের চাকরবাকর হয়ে গেছে। আমরা যেন এ ধারণা পোষণ না করি মনের ভেতর। প্রচণ্ড গরম, অনেকে মাথা ঠান্ডা রাখতে পারছেন না, বিভিন্ন কারণে শান্ত রাখতে পারছেন না, তাই আমরা আজকে বাতাসা আর ঠান্ডা জল খাচ্ছি।’

লোকসভা ভোটের বাজারে জমে উঠেছে তমলুকের লড়াই। একদিকে তৃণমূল প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্যকে। বিজেপির প্রার্থী একেরপর এক বেফাঁস মন্তব্য করেই চলেছেন। আবার নিজেদের জমি ফিরে পেতে মরিয়া বামেরা। তবে তমলুকের সাধারণ মানুষ ভোটবাক্সে কোন প্রার্থীকে মনোনীত করে নেয়, সেটাই এখন দেখার।