জোট কুশলী মুলায়ম: জেপি ভক্ত কুস্তিগীর থেকে ভোট আখড়ার পালোয়ান

প্রসেনজিৎ চৌধুরী: মুলায়ম (Mulayam Singh Yadav) প্রয়াণে সমাজবাদী (Socialist Politics) রাজনীতির যুগাবসান হয়ে গেল। শোকাহত রাজনৈতিক মহল। এই রাজনৈতিক ভাবনার সূত্রপাত ঘটান জয়প্রকাশ নারায়ণ (জেপি),…

প্রসেনজিৎ চৌধুরী:

মুলায়ম (Mulayam Singh Yadav) প্রয়াণে সমাজবাদী (Socialist Politics) রাজনীতির যুগাবসান হয়ে গেল। শোকাহত রাজনৈতিক মহল। এই রাজনৈতিক ভাবনার সূত্রপাত ঘটান জয়প্রকাশ নারায়ণ (জেপি), রাম মনোহর লোহিয়ার মতো সমাজতান্ত্রিক নেতারা। আর গুরু জয়প্রকাশের নেতৃত্বে মুলায়ম সিং যাদব, নীতীশ কুমার (Nitish Kumar), লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) রামবিলাস পাসোয়ানের মতো নেতারা উঠে আসেন।

  • ১৯৭৫ সালে প্ৰধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা অভ্যন্তরীণ আপতকালীন জরুরি অবস্থার প্রতিবাদে জেপি নেতৃত্বে গণ আন্দোলনে মুলায়ম সিং যাদব ছিলেন উত্তরপ্রদেশের অন্যতম নেতা।
  • জেপি প্রয়াণের পর তাঁর শিষ্যরা ভিন্ন রাজনৈতিক দল তৈরি করেন। 
  • মূলধারা সমাজবাদী পার্টির নামে উত্তর প্রদেশের রাজনীতি থেকে দিল্লিতে বারবার প্রভাব ফেলেছিলেন মুলায়ম সিং যাদব।

মুলায়মের নেতৃত্বে যে সমাজবাদী পার্টির বিরাট চেহারা হয় তার সঙ্গে আসলে সমাজবাদী রাজনীতির কতটা সংযোগ তা নিয়েও প্রশ্ন থাকবে। মুলায়ম সিং ছিলেন জোট কুশলী। তিনি বিজেপি বিরোধী জোটের অন্যতম নেতা। তাঁর সময়ে একাধিকবার দুর্নীতিতে জড়িয়েছে সমাজবাদী পার্টি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বিরাট চমকদার রাজনৈতিক জীবনে নিজের দল সমাজবাদী পার্টির সূচনা করেছিলেন মুলায়ম সিং যাদব৷ কুস্তিগীর থেকে সত্তরের দশকে অন্যতম শক্তিশালী রাজনীতিবীদ হয়ে ওঠা মুলায়মের রাজনৈতিক জীবন সিনেমার থেকে কম কিছু নয়৷

রাজনৈতিক মহলে চালু কথা, যদুবংশের রাজনীতির দুই কুলপতি মুলায়ম সিং যাদব ও লালুপ্রসাদ যাদব। উত্তর প্রদেশ ও বিহার থেকে এই দুই ব্যক্তিত্বের জোট রাজনীতি বারবার সাড়া ফেলেছে। দুজনেই চরম বিজেপি বিরোধী নেতা।

কংগ্রেস ও বামপন্থীদের জোটে তৈরি ইউপিএ সরকার আমলে আইকে গুজরাল এবং এইচ ডি দেবেগৌড়ার মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী ছিলেন মুলায়ম সিং যাদব। তিনবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ। পরে ইউপিএ তার শক্তি হারালেও মূলত এই জোটের আসে পাশেই ছিলেন মুলায়ম সিং যাদব। এর কারণ তিনি বিজেপি বিরোধী। তবে এই মুলায়ম বারবার বিজেপি বিরোধী বলে দাবি করা তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের বার্তা দিলেও এগিয়ে যাননি।

রাজনৈতিক কৌশলে দলীয় নেতাদের দুর্নীতি ঢাকতে বারবার গোপনে বিজেপির দ্বারস্থ হয়েছেন বলেও কটাক্ষ উঠেছে। মুলায়ম ছিলেন নির্বিকার। জীবদ্দশায় দলের ভাঙন দেখে গেলেন। সমাজবাদী পার্টিতে এবার একলা পিতৃহারা অখিলেশ যাদব।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। অসুস্থতার কারণে গত ২২ অগাস্ট থেকে মেদান্তা হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবনতি হচ্ছিল। রবিবার থেকেই অতি সংকটজনক পরিস্থিতি তৈরি হয়। চিকিৎসকদের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন তিনি। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মুলায়ম সিং যাদব৷ যদুবংশে এক কিংবদন্তি কুলপতি এখন ইতিহাস।