Rudranil Ghosh: গ্রুপ থেকে ‘এক্সিট’ করেও বিজেপি ছাড়ছেন না রুদ্রনীল

বিজেপির একাধিক হোয়াটসয়্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া পর স্বাভাবিক ভাবেই জল্পনা হয়েছিল অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) বোধ হয় বিজেপি ছাড়ছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে…

Rudranil Ghosh Speaks Out on Anirban Bhattacharjee’s Controversial Lyrics: A Bold Stand in the Spotlight

বিজেপির একাধিক হোয়াটসয়্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া পর স্বাভাবিক ভাবেই জল্পনা হয়েছিল অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) বোধ হয় বিজেপি ছাড়ছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কার্যত তিনি এ কথা উড়িয়ে দিলেন। তিনি জানিয়ে দিয়েছেন দোলের সঙ্গেই থাকছেন। তবে মানুষ হিসেবে তাঁর মনখারাপের কথাও জানিয়েছেন অভিমানী রুদ্রনীল।

এর আগে উপনির্বাচনে ভবানীপুর থেকে বিজেপির প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন রুদ্রনীল। আর এবার লোকসভা নির্বাচনে এখনও টিকিট না পেয়ে তাঁর বেশ অভিমান হয়েছে। বিজেপির পক্ষে নানা সময় সরব হতে দেখা যায় রুদ্রনীলকে। তিনি অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যথেষ্ট সময় দেন। তবু ভোটের টিকিট না মেলায় কিছুটা যেন হতাশ অভিনেতা।

   

একাধিক হোয়াটসয়্যাপ গ্রুপ থেকে লেফট হওয়ার পরে তিনি জানিয়েছেন, তাঁর মধ্যে কোথায় ফাঁক আছে সেটা তিনি খুঁজে বের করার চেষ্টা করছেন। তাহলে নিজেকে শুধরে নেবেন। তিনি এক্ষেত্রে রাজনীতির সঙ্গে অভিনয়কে মিলিয়ে দিয়ে বলেছেন, কোনও অভিনেতা যখন অ্যাওয়ার্ড পান তখন তিনি খুঁজে বের করার চেষ্টা করেন কেন সেই অভিনেতা অ্যাওয়ার্ড পেলেন, তিনি কেন পেলেন না!

Advertisements

কেন তাঁকে দল ভোটের টিকিট দিলেন তা তিনি সেই কারণে খুঁজছেন এখন। তবে ৩৬ আসনে বিজেপির প্রার্থী ঘোষণা হলেই ডায়মন্ডহারবার-সহ চার আসনের প্রার্থী ঘোষণা বাকি। তাই রুদ্রনীন ঘোষ আশাবাদী যে তাঁকে কোনও না কোনও আসনে বিজেপির হয়ে লড়ার জন্য টিকিট দেওয়া হবে।

তাহলে কেন তিনি একাধিক হোয়াটসয়্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন? সেটা জানতে চেয়ে যোগাযোগ করা হলে ফোনে পাওয়া যায়নি অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে।