হঠাৎ বঙ্গ বিজেপি (BJP) সাংসদের নিয়ে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi ) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) বৈঠক। এর জেরে তৃ়ণমূল কংগ্রেস চিন্তায়। রাজ্যে নিয়োগ দুর্নীতির বিতর্ক ঝড় চলছে। এর মাঝে আচমকা BJP সাংদদের সাথে বৈঠকে মোদী-শাহ কেন প্রশ্ন ঘুরছে তৃণমূলের অন্দরে।
মোদীর ডাকা আলোচনায় রাজ্য বিজেপি সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে বাকি সাংসদরা উপস্থিত থাকবেন। মোদীর সঙ্গে সাংসদদের বৈঠকের আগেই দিল্লিতে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তড়িঘড়ি দিল্লি গেলেন তিনি।
সূত্রের খবর, তিনি অমিত শাহর সঙ্গে দেখা করেছেন। এছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে চান। সূত্রের খবর, বঙ্গ বিজেপির গোষ্ঠী কোন্দলের নিজের অবস্থান সম্পর্কে শীর্ষ নেতৃত্বকে অবগত করতেই দিল্লি ছুটলেন শুভেন্দু।
জানা যাচ্ছে বঙ্গ বিজেপির বর্তমান অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীকে অবগত করতেই সময় চেয়েছিলেন সুকান্ত মজুমদার। মঙ্গলবার, সাংসদদের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন মোদী। কিন্তু তার আগেই দিল্লি গেলেন শুভেন্দু।
জানা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দল টিএমসি বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ তুলছে তার অধিকাংশ হচ্ছে শুভেন্দুর বিরুদ্ধে। অভিযোগের জবাব দিতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে রাজ্য বিজেপিকে। শুভেন্দু সম্পর্কে পদক্ষেপ নেওয়ার জন্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সারতে চাইছেন দলীয় সাংসদরা।