পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আগামী সপ্তাহেই বঙ্গ সফরে মোদী

Prime Minister Narendra Modi addressing BJP workers on party's foundation day

সামনেই পঞ্চায়েত ভোট। এবার তাই আগামী সপ্তাহেই বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisements

বঙ্গ বিজেপি সূত্রে খবর, আগামী ৮ অথবা ৯ জুন এ রাজ্যে আসছেন মোদী। যোগ দেবেন জনসভাতেও। পাশাপাশি মোদী সরকারের ৯ বছর পূর্তির বিশেষ উদযাপনেও শামিল হবেন তিনি।

বঙ্গ সফরে এসে কোন কোন জেলায় যাবেন প্রধানমন্ত্রী, তার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে শোনা যাচ্ছে, পুরুলিয়ায় সভা করতে পারেন মোদী।

Advertisements

পঞ্চায়েতে জঙ্গলমহলের মন জয় করতে সেখানেও হতে পারে জনসভা। লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে চারটি আসনের তিনটিতেই জয় পেয়েছিল গেরুয়া শিবির।

নিজেদের জায়গা ধরে রাখতে এবার ময়দানে নেমেছেন মোদী, বলে মনে করা হচ্ছে। তবে শুধু মোদীই নন, চলতি মাসে বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।