Niti Aayog: চাপে বঙ্গ বাম, মমতার মুচকি হাসি, নীতি আয়োগ বাতিল করলেন বিজয়ন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন নীতি আয়োগে (Niti Aayog) যাচ্ছেন না এই বিতর্কে সিপিআইএমের তরফে কটাক্ষ করা হয়েছে। তবে চাপে পড়ল (CPIM) বঙ্গ বাম। কারণ নীতি আয়োগ…

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন নীতি আয়োগে (Niti Aayog) যাচ্ছেন না এই বিতর্কে সিপিআইএমের তরফে কটাক্ষ করা হয়েছে। তবে চাপে পড়ল (CPIM) বঙ্গ বাম। কারণ নীতি আয়োগ বৈঠকে যাচ্ছেননা কেরলের মুখ্যমন্ত্রী পি বিজয়ন। সিপিআইএম নেতৃত্বে এলডিএফ সরকার চলছে কেরলে।

নীতি আয়োগ বৈঠকে না যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতাকে কটাক্ষ করেন সিপিআইএম রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেন রাজ্যের পাওনা আদায়ে সরব হতে হলে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া সবার আগে প্রয়োজন। কিন্তু মুখ্যমন্ত্রী সেটা চান না। তাই ওর প্রতিনিধি করে রাজ্যের এক মন্ত্রীকে পাঠাতে চেয়েছিলেন। ফলে কেন্দ্র গুরুত্ব দেয়নি। এবার কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন নীতি আয়োগ বৈঠক বাতিল করায় বঙ্গ বাম নীরব।

   

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মতো নীতি আয়োগ বৈঠকে যোগ দিচ্ছেন না কংগ্রেস শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তবে তিনি জানান, স্বাস্থ্যের কারণে দিল্লি যেতে পারছেন না। তবে কেরলের বিজয়ন তার অনুপস্থিতির জন্য কোনও নির্দিষ্ট কারণ দেননি।

দিল্লি ও পাঞ্জাবের র আম আদমি সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শনিবারের বৈঠক এড়িয়ে গেছেন বলেই রাজনৈতিক মহলে চর্চা।

এএনআই জানাচ্ছে, প্রধানমন্ত্রী মোদী শনিবার নতুন দিল্লির প্রগতি ময়দানে নতুন কনভেনশন সেন্টারে ‘ভিক্সিট ভারত @2047: টিম ইন্ডিয়ার ভূমিকা’ থিমে নীতি আয়োগের অষ্টম পরিচালনা পরিষদের সভায় সভাপতিত্ব করবেন। ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন।

আটটি থিম নিয়ে আলোচনা করা হবে যার মধ্যে রয়েছে (i) বিকশিত ভারত @2047, (ii) MSMEs-এর উপর জোর, (iii) পরিকাঠামো এবং বিনিয়োগ, (iv) কমপ্লায়েন্স, (v) নারীর ক্ষমতায়ন, (vi) ) স্বাস্থ্য ও পুষ্টি, (vii) দক্ষতা উন্নয়ন, এবং (viii) এলাকার উন্নয়ন এবং সামাজিক পরিকাঠামোর জন্য গতি শক্তি বলে জানিয়েছে নীতি আয়োগ।

বৈঠক ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে একাধিক অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনুপস্থতিতি। এই অবস্থানকে বিজেপি কড়া সমালোচনা করেছে।