Abhishek Banerjee: কে ফটো তুলতে, কে রাজনীতি করতে এসেছে মানুষ দেখছে: অভিষেক

Abhishek Banerjee Opens District Tour in Baruipur, Political Tactics in the Limelight
Abhishek Banerjee Opens District Tour in Baruipur, Political Tactics in the Limelight

উত্তরবঙ্গের ঝড় নিয়ে ব্যাপক রাজনীতি শুরু হয়েছে। ভোটের আগে বিজেপি-তৃণমূল কেউ মাটি ছাড়তে রাজি নয়। ঝড়ের কয়েক ঘণ্টা পরেই উত্তরবঙ্গে পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি রাত একটায় পৌঁছে আহতদের সঙ্গে দেখা করেন। আজ তিনি আলিপুরদুয়ার পরিদর্শনে যান। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি প্রশাসন পাশে থাকার বার্তা দেন। অন্যদিকে মমতার এই সফরকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন মমতা হাসপাতালে ফটো তুলতে এসেছিলেন।

তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাগডোররা বিমানবন্দরে নেমে বলেন, ‘যদি আবাস যোজনার টাকা দিত কেন্দ্র তাহলে এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে ভর্তি হতে হত না। এর দায় কার? এর দায় একমাত্র কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতাদের। আর যদি আপনি টাকা দিয়ে থাকেন আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। শিলিগুড়ি সফরে এসে প্রধানমন্ত্রী বলে গেছেন ৪৪ কোটি টাকা দিয়েছে। ৪ পয়সার শ্বেতপত্র যদি দেখাতে পারেন আমি রাজনীতি করব না।’

   

এরপর শুভেন্দুর কথার পাল্টা দিয়ে অভিষেক বলেন, ‘মুখ্যমন্ত্রী চাইলে আজ সকাল আসতে পারতেন। সকাল ১১টা-১২টার সময় এলে কিছুটা হলেও তো মানুষের অসুবিধে হয়। মুখ্যমন্ত্রী যিনি নির্দিষ্ট একটা নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন, সেখানে যদি হসপিটাল আটকে দেওয়া হয় তাহলে মানুষের পরিষেবা ব্যাহত হয়। ফটো তুলতে কে এসেছে রাজনীতি করতে এসেছে মানুষ সেটা দেখছে।’

দিকে দিকে জোরকদমে শুরু হয়ে গিয়েছে ভোটের প্রচার। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভোটপ্রচারের হাওয়া গরম। তবে প্রাকৃতিক বিপর্যয় হয়ে যাওয়ায় হাওয়া ঘুরে গিয়েছে অন্যদিকে। ওয়াকিবহল মহলের মতে এবার এই ঝড়কে ‘ইস্যু’ করে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি তৃণমূল। ভোটবাক্সে মানুষ কাকে বেছে নেয় সেটাই এখন দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন