Opposition Unity: জোটে রাম জট! সীতারাম বললেন তৃ়ণমূল-বিজেপির বিরুদ্ধেই লড়াই

বেঙ্গালুরুতে অ-বিজেপি মহাজোটে জট! সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্পষ্ট ঘোষণা, জাতীয়স্তরে জোট হলেও তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল…

Sitaram Yechury with mamata

বেঙ্গালুরুতে অ-বিজেপি মহাজোটে জট! সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্পষ্ট ঘোষণা, জাতীয়স্তরে জোট হলেও তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপি আর কেরলে কংগ্রেসের সাথে লড়াই হবে। ইয়েচুরির এমন ঘোষণা প্রত্যাশিত বলেই মনে করা হচ্ছে।

বেঙ্গালুরুতে ইয়েচুরি বলেন,বিজেপি এবং তৃণমূল, দুই শক্তির বিরুদ্ধেই লড়বে সিপিআইএম। বিরোধী ঐক্য সারা দেশের সব রাজ্যে একই ধরনের হবে না। ২০০৪ সালেও হয়নি। কিন্তু সে সময় বিজেপি সরকারকে কেন্দ্র থেকে হটানো গিয়েছিল। তিনি বলেন, বামফ্রন্ট এবং কংগ্রেস পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল দুই শক্তির সঙ্গেই লড়ছে। কোনও রফার সম্ভাবনা নেই।

ইয়েচুরি বলেন, বিরোধী দলগুলির লক্ষ্য বিজেপি বিরোধী ভোট এমনভাবে ভাগ না হয় যাতে বিজেপির সুবিধা হয়। কিন্তু সব রাজ্যে বাস্তবতা এক নয়। তাঁর এমন মন্তব্যে অ-বিজেপি কুড়ি দলের মহাজোটে বড় জট লেগে গেল। তবে তৃণমূল ও কংগ্রেস নেতারা বলছেন, সিপিআইএমের এই অবস্থান নতুন কিছু নয়।

লোকসভা ভোটের বিরোঘী মহাজোট নিয়ে বঙ্গ বাম ও প্রদেশ কংগ্রেস নীরব। তবে দুই দলের সমর্থক যারা তৃ়নমূল বিরোধী হয়ে কোমর কষে পঞ্চায়েত ভোটে জোর দেখিয়েছেন তারা ‘ঘেঁটে ঘ’ বলেই বারবার বিশ্লেষকরা বলছেন। এ অবস্থা শুধু পশ্চিমবঙ্গ নয়, একই ছবি অপর বাংলাভাষী প্রধান রাজ্য ত্রিপুরাতেও। আর সিপিআইএম শাসিত কেরলেও চলছে টানাপোড়েন। বাম ও কংগ্রেস সমর্থকদের কখনও বিজেপি তো কখনও তৃ়ণমূলের তরফ থেকে কটাক্ষ হজম করতে হচ্ছে।